পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

DGP-র পাশে দাঁড়িয়ে রাজ্যপালকে চিঠি মমতার - রাজ্যপালের পদ সম্পূর্ণ মনোনীত

রাজ্য পুলিশের DGP-র পাশে দাঁড়িয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়কে নয় পাতার চিঠি লিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "মুখ্যমন্ত্রীর পদ জনগণের নির্বাচিত । অথচ রাজ্যপালের পদ সম্পূর্ণ মনোনীত । সে কারণে আইন মেনে সাংবিধানিক কাজ করা উচিত । প্রশাসনিক কাজে হস্তক্ষেপ করা উচিত নয় ।"

Mamata writes a letter to the Governor and gives a stern reply
Mamata writes a letter to the Governor and gives a stern reply

By

Published : Sep 26, 2020, 10:55 PM IST

Updated : Sep 27, 2020, 7:16 AM IST

কলকাতা, 26 সেপ্টেম্বর : রাজ্যপালকে দেওয়া মুখ্যমন্ত্রীর চিঠিকে কেন্দ্র করে ফের শুরু হল রাজভবন নবান্ন সংঘাত । রাজ্য পুলিশের DGP-র পাশে দাঁড়িয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়কে নয় পাতার চিঠি লিখে কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রাজ্যপালকে আবারও মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন, তিনি নির্বাচিত প্রতিনিধি । নির্বাচিত হয়েই মুখ্যমন্ত্রীর পদে বসেছেন । রাজ্যপাল মনোনীত । সে কারণে প্রশাসনিক কাজে অযাচিতভাবে হস্তক্ষেপ করা উচিত নয় ।

রাজ্য পুলিশের DGP বীরেন্দ্রর বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । টুইট করে তাঁকে বিঁধেছিলেন তিনি । রাজ্যপালের অভিযোগ ছিল "আইন-শৃঙ্খলা বজায় রাখতে উদ্যোগী নন DGP। তাঁর ভূমিকা অত্যন্ত দুর্ভাগ্যজনক ।"

ডিজিপির বিরুদ্ধে এরকম অপ্রীতিকর মন্তব্য করায় রাজ্যপালের প্রতি বেজায় চটেছে রাজ্যের শাসক শিবির। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও । রাজ্যপালকে চিঠি দিয়ে তাঁর এই মন্তব্যের তীব্র আপত্তি জানিয়েছেন মুখ্যমন্ত্রী । রাজ্যপালকে তিনি স্মরণ করিয়ে দিয়ে বলেন, "মুখ্যমন্ত্রীর পদ জনগণের নির্বাচিত । অথচ রাজ্যপালের পদ সম্পূর্ণ মনোনীত । সে কারণে আইন মেনে সাংবিধানিক কাজ করা উচিত । প্রশাসনিক কাজে হস্তক্ষেপ করা উচিত নয় ।"

Last Updated : Sep 27, 2020, 7:16 AM IST

ABOUT THE AUTHOR

...view details