কলকাতা, 3 নভেম্বর : পাহাড় ইশুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর ৷ এবিষয়ে তিনি বলেন, "পাহাড়ের মানুষকে বিপদে ফেলার দিকে চলছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।"
উল্লেখ্য, এদিন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসেন বিনয় তামাং ও অনিত থাপা ৷ বৈঠক ইতিবাচক হয়েছে বলে বলেন বিনয় তামাং ৷ বৈঠকের পরই সুজন চক্রবর্তী বলেন, " গত কয়েকবছর ধরে এমনই চলছে । একের পর এক কাউন্সিল বানিয়েছেন । ওদিকে আবার GTA । তখন গুরুং । এখন বিনয় । এখন আবার বিনয় নয় । মমতা ব্যানার্জির দুর্ভাগ্য হচ্ছে ছত্রধর মাহাতো কিংবা UAPA-তে অভিযুক্ত বিমল গুরুংয়ের মতো লোকেরাই ভরসা মুখ্যমন্ত্রীর । ওনার হাল এমন তলানিতে এসে যাচ্ছে যে বিমল গুরুংয়ের ভরসায় ওনাকে রাজনীতি করতে হচ্ছে ৷"