কলকাতা, 3 জুন : পাখির চোখ 21 জুলাই । শহিদ দিবসকে কেন্দ্র করেই ঘুরে দাঁড়ানোর লড়াইটা শুরু করতে চাইছেন তৃণমূল নেত্রী । আজ মন্ত্রী-বিধায়কদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হল । বৈঠক শেষে নবান্নে দাঁড়িয়েই তৃণমূল সুপ্রিমো বললেন, “ভোটে জিততে সব সাংবিধানিক সংস্থাগুলোকে ব্যবহার করেছে BJP । EVM-এ কারচুপি করে এই জয় । EVM-এ ভোট চাই না । চাই ব্যালটে ভোট হোক । বাংলা থেকে শুরু হবে আন্দোলন । এই দাবিতে জনসংযোগ যাত্রা করবে তৃণমূল । নেতৃত্বে থাকবেন বিধায়করা । সব জেলা সভাপতির সঙ্গে কথা বলে ঠিক করা হবে রুট । একুশে জুলাইয়ের আগে শেষ করা হবে কর্মসূচি ।"
মমতা বন্দ্যোপাধ্যায় জানান, পাহাড় থেকে সাগর সর্বত্র গণতন্ত্র বাঁচাও যাত্রা চলবে । ওই যাত্রার জন্য সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, শুভেন্দু অধিকারী, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের নিয়ে কোর কমিটিও গড়েছেন তিনি । কমিটিই ঠিক করবে যাত্রার পথ । যাত্রার সময় বিধায়করা মানুষের ঘরে ঘরে যাবেন । চলবে জনসংযোগ । স্লোগান হবে, গণতন্ত্র বাঁচাও, ব্যালট ফিরিয়ে দাও, EVM চাই না, ব্যালট চাই" ।