পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"গণতন্ত্র বাঁচাও, ব্যালট ফেরাও", ঘুরে দাঁড়াতে আহ্বান মমতার - mamata on election

শহিদ দিবসকে কেন্দ্র করেই ঘুরে দাঁড়ানোর লড়াইটা শুরু করতে চাইছেন তৃণমূল নেত্রী । আজ মন্ত্রী-বিধায়কদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হল ।

মমতা ব্যানার্জি

By

Published : Jun 3, 2019, 5:28 PM IST

Updated : Jun 3, 2019, 7:58 PM IST

কলকাতা, 3 জুন : পাখির চোখ 21 জুলাই । শহিদ দিবসকে কেন্দ্র করেই ঘুরে দাঁড়ানোর লড়াইটা শুরু করতে চাইছেন তৃণমূল নেত্রী । আজ মন্ত্রী-বিধায়কদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হল । বৈঠক শেষে নবান্নে দাঁড়িয়েই তৃণমূল সুপ্রিমো বললেন, “ভোটে জিততে সব সাংবিধানিক সংস্থাগুলোকে ব্যবহার করেছে BJP । EVM-এ কারচুপি করে এই জয় । EVM-এ ভোট চাই না । চাই ব্যালটে ভোট হোক । বাংলা থেকে শুরু হবে আন্দোলন । এই দাবিতে জনসংযোগ যাত্রা করবে তৃণমূল । নেতৃত্বে থাকবেন বিধায়করা । সব জেলা সভাপতির সঙ্গে কথা বলে ঠিক করা হবে রুট । একুশে জুলাইয়ের আগে শেষ করা হবে কর্মসূচি ।"

মমতা বন্দ্যোপাধ্যায় জানান, পাহাড় থেকে সাগর সর্বত্র গণতন্ত্র বাঁচাও যাত্রা চলবে । ওই যাত্রার জন্য সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, শুভেন্দু অধিকারী, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের নিয়ে কোর কমিটিও গড়েছেন তিনি । কমিটিই ঠিক করবে যাত্রার পথ । যাত্রার সময় বিধায়করা মানুষের ঘরে ঘরে যাবেন । চলবে জনসংযোগ । স্লোগান হবে, গণতন্ত্র বাঁচাও, ব্যালট ফিরিয়ে দাও, EVM চাই না, ব্যালট চাই" ।

মমতা বলেন, "রাজ্যবাসীকে বোঝানো প্রয়োজন EVM গণতন্ত্রের জন্য বিপজ্জনক । কীভাবে EVM-এর মাধ্যমে ভোটে কারচুপি হচ্ছে । এই আন্দোলনে বাংলা পথ দেখাবে ।" অর্থাৎ গোটা দেশেই এই আন্দোলন নিয়ে যেতে চান তৃণমূল সুপ্রিমো । এই আন্দোলনে BJP বিরোধী সবকটি রাজনৈতিক দলকে পাশে পেতে চাইছে তৃণমূল ।

পাশাপাশি বাংলার সংস্কৃতি রক্ষার জন্য চলবে প্রচার । আজ তৃণমূল সুপ্রিমো জানিয়েছেন সে কথা । এব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "বাংলায় শুধু সন্ত্রাস হয়, গুন্ডামি হয় বলে প্রচার করছে BJP । ফেক নিউজ়ের মাধ্যমে চলেছে প্রচার । ভোটে জিততে সবকটি সাংবিধানিক এজেন্সিকে ব্যবহার করা হয়েছে । BJP জানে তাদের এই ব্যবস্থা স্থায়ী নয়, তাই জোর করে পার্টি অফিস দখল করা হচ্ছে । এর বিরুদ্ধে আমাদের সংস্কৃতি রক্ষার প্রচার চালাতে হবে ।" তবে 21 জুলাই কে সামনে রেখে রাজনৈতিকভাবে ব্যাপক প্রচার কর্মসূচিতে যেতে চাইছে তৃণমূল, এটা আজ সুপ্রিমোর কথাতেই পরিষ্কার । রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে তাই রাজ্যব্যাপী যাত্রাকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ।

Last Updated : Jun 3, 2019, 7:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details