কলকাতা, ২৯ মার্চ : কোরোনা মোকাবিলায় একাধিক পদক্ষেপ করেছে রাজ্য সরকার । মানুষকে সচেতন করতে পথে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পরিদর্শন করেছেন একাঝিক হাসপাতাল । গিয়েছেন একাধিক বাজারেও । এবার কোরোনা নিয়ে সচেতনতামূলক প্রচারের বিষয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী ।
গতকাল দীর্ঘক্ষণ দু'জনের মধ্যে কথা হয় । এই বিষয়ে রাজ্য সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন অভিজিৎবাবু ।