কলকাতা, 15 জুন : রোগীমৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার NRS-এর পরিস্থিতি । কর্মবিরতি পালন করছেন জুনিয়র ডাক্তাররা । স্বাস্থ্য পরিষেবা শিকেয় । এই পরিস্থিতিতে আজ NRS-এ গেলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরি । তিনি সিনিয়র ডাক্তারদের সঙ্গেও দেখা করেন । মমতাকে কটাক্ষ করে বলেন, "আগামীদিনে ভোটব্যাঙ্কের কথা মাথায় রেখে একদিকে সাম্প্রদায়িক বিভাজন, অন্যদিকে আঞ্চলিক বিভাজনের রাজনীতি করছেন । এতে বাংলার সমূহ বিপদ । তাই বাংলার মানুষ মুখ্যমন্ত্রীর থেকে সাবধান ।"
মুখ্যমন্ত্রীর দেমাক, দাম্ভিকতা, অহংকারের জন্যই স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত : অধীর - nrs
"বাংলার মুখ্যমন্ত্রী কেউকেটা হয়ে যাননি । আপনিও নির্বাচিত জনপ্রতিনিধি । আলোচনা করলে আপনার জাত যাবে না । আলোচনা করলে মুখ্যমন্ত্রীর পদ যাবে না ।" মমতাকে কটাক্ষ করে বললেন অধীর চৌধুরি ।
NRS ইশু নিয়ে রাজনৈতিক মহলও সরগরম । মমতা বন্দ্যোপাধ্যায় কেন নমনীয় হচ্ছেন না তা নিয়েও প্রশ্ন তুলেছেন অধীর । বলেন, "দেমাক, অহংকার, দাম্ভিকতা, স্বেচ্ছাচারী মানসিকতা ছেড়ে আলোচনার টেবিলে বসতে হবে মুখ্যমন্ত্রীকে । পৃথিবীর সব সমস্যা আলোচনার টেবিলে সমাধান হয় । দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ সব সমস্যার সমাধান হয়েছে আলোচনার টেবিলে । বাংলার মুখ্যমন্ত্রী কেউকেটা হয়ে যাননি । আপনিও নির্বাচিত জনপ্রতিনিধি । আলোচনা করলে আপনার জাত যাবে না । আলোচনা করলে মুখ্যমন্ত্রীর পদ যাবে না । পাকিস্তানের সঙ্গেও আমাদের সংঘাত হয়, সেখানেও তো আলোচনা হয় । বাংলার মুখ্যমন্ত্রী এমন একটা ভাব দেখাচ্ছেন যে, আন্দোলনরত ডাক্তারদের সঙ্গে আলোচনা করলে তাঁর জাত চলে যাবে । বাংলার মুখ্যমন্ত্রীর দেমাক, দাম্ভিকতা, অহংকার আজকের এই অচলাবস্থার সবথেকে বড় কারণ ।"
NRS হাসপাতালে ডাক্তারদের সঙ্গে দেখা করে বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেন, "বাংলাতে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে রোগীরা । ডাক্তাররা সুরক্ষা চাইছে । নিরাপত্তা চাইছে । কোথাও হামলা হলে মুখ্যমন্ত্রীর কাছেই তো সবাই যাবে । এতে সমস্যা কোথায় ? উনি নিজের অহংকার দেখাচ্ছেন, দেমাক দেখাচ্ছেন । ভারত-পাকিস্তান আলোচনা করতে পারে । ইরান-ইরাকের সঙ্গে আলোচনা হতে পারে । আমেরিকা-রাশিয়ার সঙ্গে আলোচনা করতে পারে । তাহলে এখানে ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর আলোচনা করতে সমস্যা কোথায় ? এই আন্দোলন শুধু বাংলাতে সীমাবদ্ধ নেই । সারা দেশে ছড়িয়ে পড়েছে । বিশ্বে ছড়িয়ে পড়েছে । নিজের অহংকার ছেড়ে আপনি বেরিয়ে আসুন । ডাক্তারদের সঙ্গে আলোচনা করুন ।"