কলকাতা, 18 মার্চ :পেগাসাস স্পাইওয়্যার নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ইজরায়েলের সাইবার নিরাপত্তা সংস্থা এনএসও, পেগাসাস স্পাইওয়্যার বিক্রি করার প্রস্তাব নিয়ে পশ্চিমবঙ্গে এসেছিল ৷ কিন্তু রাজ্য সরকার তা প্রত্যাখ্যান করে ৷ বৃহস্পতিবার এমনই তথ্য দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(pegasus spyware offer bengal)৷
মুখ্যমন্ত্রীর কথায়, কোম্পানিটি 4 থেকে 5 বছর আগে এই স্পাইওয়্যার মাত্র 25 কোটি টাকায় বিক্রি করার প্রস্তাব দিয়েছিল রাজ্য পুলিশের কাছে ৷ কিন্তু বিষয়টি জানতে পেরে প্রস্তাব প্রত্যাখ্যান করেন মুখ্যমন্ত্রী । তাঁর অভিযোগ, দেশের নিরাপত্তার জন্য পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করা হয়নি ৷ বরং তার পরিবর্তে কেন্দ্রীয় সরকার এটি বিচারক এবং কর্মকর্তাদের বিরুদ্ধে 'রাজনৈতিক' কাজে লাগাতে কিনেছে ৷
মুখ্যমন্ত্রী বলেন, "যদি এটি দেশের স্বার্থে বা সুরক্ষার কারণে ব্যবহার করা হত তবে সম্পূর্ণ আলাদা বিষয় ছিল ৷ কিন্তু এটি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে ৷ যা একেবারেই মেনে নেওয়া যায় না ৷ মানুষের গোপনীয়তা বজায় থাকত না ৷ তাই এই স্পাইওয়্যার কিনিনি ৷"