কলকাতা, 21 মার্চ: মঙ্গলবার কলকাতা থেকে ভুবনেশ্বর যাওয়ার পথে বিমানবন্দরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । তিনদিনের সফরে আজই ওড়িশা উড়ে গেলেন মুখ্যমন্ত্রী । এই সফরে তাঁর ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে (Mamata to Meet Naveen Patnaik) । সেই সাক্ষাতের আগে তাৎপর্যপূর্ণভাবে বিজেপি (BJP) ও কেন্দ্রীয় এজেন্সির (Central Agencies) বিরুদ্ধে সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী । সিবিআই (CBI) ও ইডির (ED) ডিরেক্টরকে বিজেপির শাখা সংগঠনের প্রেসিডেন্ট বলেও কটাক্ষ করেছেন তিনি ৷ ফলে মমতা আরও একবার এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তুলে দিলেন ।
সাম্প্রতিক সময়ে বারবার সিবিআই-ইডির ভূমিকা নিয়ে সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী । অতি সম্প্রতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে রাজনৈতিকভাবে বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে এই অভিযোগ তুলে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) চিঠিও দিয়েছিলেন তিনি । এমনকি রাজ্য বিধানসভাতেও এই ইডি এবং সিবিআইয়ের অতি সক্রিয়তা নিয়ে রেজোলিউশনও নিয়ে এসেছিল শাসকপক্ষ । আর এসবের মধ্যেই আরও একবার কেন্দ্রীয় এজেন্সিকে কড়া আক্রমণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী ।