কলকাতা, 11 জানুয়ারি : রানি রাসমনির ধরনা মঞ্চ থেকে CAA-র বিজ্ঞপ্তি বোর্ডে লিখে কেটে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বললেন, "জীবনে অনেক আন্দোলন করেছি । এই আন্দোলনে বলে দিচ্ছি যতক্ষণ দেহে থাকবে প্রাণ আমরা এগুলো করতে দেব না ।"
কাগজ-কলমেই থাকবে, প্রাণ থাকতে CAA করতে দেব না : মমতা - রানি রাসমণি রোড ধরনা মঞ্চ
মোদির সঙ্গে বৈঠক শেষ হওয়ার পর রানি রাসমণি রোডে তৃণমূল ছাত্র পরিষদের ধরনা মঞ্চে যান মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে গিয়ে ছাত্র ছাত্রীদের সঙ্গে CAA বিজ্ঞপ্তির বিরুদ্ধে জোরালো স্লোগানও তোলেন তিনি ।
নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক শেষ হওয়ার পর রানি রাসমণি রোডে তৃণমূল ছাত্র পরিষদের ধরনা মঞ্চে যান মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নাগরিক সংশোধনী আইন ( CAA) নিয়ে গতকাল কেন্দ্রীয় সরকার যে বিজ্ঞপ্তি জারি করেছে তার প্রতিকৃতি গলায় ঝুলিয়ে বসেছিলেন দলীয় ছাত্র সংগঠনের ছাত্রছাত্রীরা । সেই মঞ্চেই মমতা বন্দ্যোপাধ্যায় একটি বোর্ডে লেখেন "নো টু CAA, NRC, NPR"। তারপর CAA, NRC ও NPR লেখাগুলি কেটে দেন । এবং মঞ্চ থেকে তিনি পরিষ্কারভাবে জানিয়ে দেন, রাজভবনের বৈঠকে তিনি নরেন্দ্র মোদিকে বলে এসেছেন এই বিজ্ঞপ্তি মানবেন না । মঞ্চ থেকে ছাত্রছাত্রীদের সঙ্গে আওয়াজ তুলে তিনি বলেন, "আমাদের সবার আওয়াজ এক আমরা এই বিজ্ঞপ্তি মানব না । আমরা এটা করতে দেব না । এই দেশে ধর্মের ভিত্তিতে CAA হবে না । এটা অসাংবিধানিক , এটা অমানবিক ।"
তিনি আরও বলেন ,"গতকাল কেন্দ্রীয় সরকার জেদ করে যে বিজ্ঞপ্তি জারি করেছিল তা কাগজে কলমে থাকবে । ওটা কাজে লাগু হবে না । আমরা হতে দেব না । এটাই আমাদের শপথ ।" ছাত্র ছাত্রীদের সঙ্গে গলা মিলিয়ে CAA বিজ্ঞপ্তির বিরুদ্ধে জোরালো স্লোগানও তোলেন তিনি ।