পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কাগজ-কলমেই থাকবে, প্রাণ থাকতে CAA করতে দেব না : মমতা - রানি রাসমণি রোড ধরনা মঞ্চ

মোদির সঙ্গে বৈঠক শেষ হওয়ার পর রানি রাসমণি রোডে তৃণমূল ছাত্র পরিষদের ধরনা মঞ্চে যান মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে গিয়ে ছাত্র ছাত্রীদের সঙ্গে CAA বিজ্ঞপ্তির বিরুদ্ধে জোরালো স্লোগানও তোলেন তিনি ।

image
ধরনা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Jan 11, 2020, 11:09 PM IST

Updated : Jan 11, 2020, 11:25 PM IST

কলকাতা, 11 জানুয়ারি : রানি রাসমনির ধরনা মঞ্চ থেকে CAA-র বিজ্ঞপ্তি বোর্ডে লিখে কেটে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বললেন, "জীবনে অনেক আন্দোলন করেছি । এই আন্দোলনে বলে দিচ্ছি যতক্ষণ দেহে থাকবে প্রাণ আমরা এগুলো করতে দেব না ।"

নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক শেষ হওয়ার পর রানি রাসমণি রোডে তৃণমূল ছাত্র পরিষদের ধরনা মঞ্চে যান মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নাগরিক সংশোধনী আইন ( CAA) নিয়ে গতকাল কেন্দ্রীয় সরকার যে বিজ্ঞপ্তি জারি করেছে তার প্রতিকৃতি গলায় ঝুলিয়ে বসেছিলেন দলীয় ছাত্র সংগঠনের ছাত্রছাত্রীরা । সেই মঞ্চেই মমতা বন্দ্যোপাধ্যায় একটি বোর্ডে লেখেন "নো টু CAA, NRC, NPR"। তারপর CAA, NRC ও NPR লেখাগুলি কেটে দেন । এবং মঞ্চ থেকে তিনি পরিষ্কারভাবে জানিয়ে দেন, রাজভবনের বৈঠকে তিনি নরেন্দ্র মোদিকে বলে এসেছেন এই বিজ্ঞপ্তি মানবেন না । মঞ্চ থেকে ছাত্রছাত্রীদের সঙ্গে আওয়াজ তুলে তিনি বলেন, "আমাদের সবার আওয়াজ এক আমরা এই বিজ্ঞপ্তি মানব না । আমরা এটা করতে দেব না । এই দেশে ধর্মের ভিত্তিতে CAA হবে না । এটা অসাংবিধানিক , এটা অমানবিক ।"

শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

তিনি আরও বলেন ,"গতকাল কেন্দ্রীয় সরকার জেদ করে যে বিজ্ঞপ্তি জারি করেছিল তা কাগজে কলমে থাকবে । ওটা কাজে লাগু হবে না । আমরা হতে দেব না । এটাই আমাদের শপথ ।" ছাত্র ছাত্রীদের সঙ্গে গলা মিলিয়ে CAA বিজ্ঞপ্তির বিরুদ্ধে জোরালো স্লোগানও তোলেন তিনি ।

Last Updated : Jan 11, 2020, 11:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details