কলকাতা, 28 নভেম্বর : রাজ্যের তিন বিধানসভা উপনির্বাচনের ফলাফল নিয়ে প্রতিক্রিয়া দিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের টুইটার হ্যান্ডেল থেকে বার্তা দিয়ে দলীয় কর্মীদের অভিনন্দন জানান তিনি ৷ লেখেন,"এই জয় মানুষের জয় ৷"
খড়গপুর সদর ও কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে ইতিমধ্যেই জিতেছে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা ৷ করিমপুরেও এগিয়ে রয়েছেন তৃণমূলের বিমলেন্দু সিংহ রায় ৷ তিনটি কেন্দ্রেই দ্বিতীয় স্থানে রয়েছে BJP ৷ নির্বাচনের আগে থেকেই কার্যত পরিষ্কার হয়ে গেছিল, লড়াই মূলত BJP ও তৃণমূলের ৷ BJP-ই যে তাদের প্রধান প্রতিপক্ষ ছিল ফলফল সামনে আসার পর তা টুইটবার্তায় পরিষ্কার করে দেন মমতা ৷ লেখেন, "অহংকারের ফল পাচ্ছে BJP৷ "