পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Nov 28, 2019, 1:11 PM IST

Updated : Nov 28, 2019, 9:46 PM IST

ETV Bharat / state

অহংকারের ফল পাচ্ছে BJP : মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, "ঔদ্ধতের সংস্কৃতি বাংলায় চলে না, বাংলার সংস্কৃতি হল সৌজন্যতা বিনিময় ৷ অহংকারের ফল পাচ্ছে BJP ৷"

mamata
মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 28 নভেম্বর : রাজ্যের তিন বিধানসভা উপনির্বাচনের ফলাফল নিয়ে প্রতিক্রিয়া দিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের টুইটার হ্যান্ডেল থেকে বার্তা দিয়ে দলীয় কর্মীদের অভিনন্দন জানান তিনি ৷ লেখেন,"এই জয় মানুষের জয় ৷"

খড়গপুর সদর ও কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে ইতিমধ্যেই জিতেছে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা ৷ করিমপুরেও এগিয়ে রয়েছেন তৃণমূলের বিমলেন্দু সিংহ রায় ৷ তিনটি কেন্দ্রেই দ্বিতীয় স্থানে রয়েছে BJP ৷ নির্বাচনের আগে থেকেই কার্যত পরিষ্কার হয়ে গেছিল, লড়াই মূলত BJP ও তৃণমূলের ৷ BJP-ই যে তাদের প্রধান প্রতিপক্ষ ছিল ফলফল সামনে আসার পর তা টুইটবার্তায় পরিষ্কার করে দেন মমতা ৷ লেখেন, "অহংকারের ফল পাচ্ছে BJP৷ "

দেখুন ভিডিয়ো

মমতা বন্দ্যোপাধ্যায় আরও লেখেন,"এক দুই তিন BJP-কে কবর দিন ৷ এটা মানুষের জয়, উন্নয়নের জয়, এই জয়ের কৃতিত্ব মানুষের ৷ ঔদ্ধত্যের সংস্কৃতি বাংলায় চলে না, বাংলার সংস্কৃতি হল সৌজন্যতা বিনিময় ৷ অহংকারের ফল পাচ্ছে BJP ৷ সংখ্যালঘু, আদিবাসী, রাজবংশী, সকলে আমাদের ভোট দিয়েছেন ৷ এই প্রথম আমরা খড়গপুরে জিতলাম ৷"

আজ সন্ধ্যায় নবান্ন থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "মানুষ ভোট দিয়ে যেটা বলেছে, সেটা আমি বলতে পারি ৷ এটা একটা রাজনৈতিক স্লোগান ৷ বাংলার পাপ, BJP সাফ ৷ আমি সময় পেলে সবাইকে গিয়ে ধন্যবাদ জানিয়ে আসব ৷ তবে কোনও বিজয় মিছিল আমরা করি না ৷"

Last Updated : Nov 28, 2019, 9:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details