ভারতীয় দলের জার্সির রং নিয়ে মোদিকে কটাক্ষ প্রশ্ন তুললেন মমতা কলকাতা, 17 নভেম্বর:ভারতীয় দলের অনুশীলন পর্বের জার্সির রং কেন গেরুয়া, এবার এই নিয়েই প্রশ্ন তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক একদিন পরবিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া ৷ আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এই খেলায় কারা জিতবে তা জানতে মুখিয়ে দেশবাসী ৷ এরই মাঝে বাংলার মঞ্চ থেকে নতুন করে গেরুয়াকরণের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী ৷
খেলার মাঠ থেকে হাসপাতাল সর্বত্র গেরুয়াকরণ নিয়ে চলতি মাসের শুরুতেই যে মন্ত্রিসভার বৈঠক হয়েছিল তাতে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি ৷ এবার শুক্রবার পোস্তায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়েও এই নিয়ে মুখ খুললেন তিনি ৷ আমেদাবাদের স্টেডিয়ামের সঙ্গেও জড়িয়ে প্রধানমন্ত্রীর নাম ৷ তা নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি মমতা ৷
তিনি বলেন, "আজকাল তো সব গেরুয়াকরণ করে দিচ্ছে ৷ ভারতীয় দলের খেলোয়াড়দের নিয়ে আমরা গর্ব করি ৷ আমি বিশ্বাস করি ওরা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে ৷ ওদের অনুশীলনের পর্বের জার্সিও গেরুয়া বানিয়ে দিয়েছে ৷ ওরা তো নীল রং-এর জার্সি পড়ে লড়াই করে ৷" পাশাপাশি মেট্রো স্টেশনের গেরুয়া রং নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি ৷ তিনি জানিয়েছেন এরকমটা চলতে পারে না ৷ শুধু তাই নয়, তিনি জানান, তিনি এর আগে এমনটা কখনও দেখেননি ৷ মায়াবতী নিজের মূর্তি তৈরি করেছিলেন উত্তরপ্রদেশে ৷ আর তারপর মোদি এই ধরনের কাজ করছেন ৷
বুধবার নিউজিল্যান্ডকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালের টিকিট বুক করে ভারতীয় দল ৷ 70 রানে কিউয়িবাহিনীকে হারিয়ে জয়যাত্রা বজায় রেখেছে রোহিত শর্মার দল ৷ এবার লক্ষ্য তৃতীয়বারের জন্য় ফাইনাল জয় ৷ প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে পর্যুদস্ত করে তৃতীয়বার সোনালি ট্রফির দখল নেওয়া ৷ রবিবারের এই ম্যাচে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর সঙ্গে বিশেষ অতিথি হিসাবে হাজির থাকবেন অস্ট্রেলিয়ার ডেপুটি প্রধানমন্ত্রীও ৷
আরও পড়ুন:
- আসছে '30 ডেজ উইথ শামি', ভারতীয় পেসারের জীবনী লিখছেন বন্ধু তথা বিধায়ক উমেশ শর্মা
'শান্ত থাক, নতুন পরীক্ষা-নীরিক্ষার প্রয়োজন নেই', অজি মহরণের আগে 'পেপটক' শাস্ত্রীর