কলকাতা, 12 জুন : "গণতন্ত্রের কফিনে আরও একটা পেরেক পুঁতলেন মমতা বন্দ্যোপাধ্যায় । খুনি মুখ্যমন্ত্রী । সমস্ত দায় স্বীকার করে পদত্যাগ করা উচিত মমতার ।" BJP-র লালবাজার অভিযান শেষে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে এই মন্তব্য করলেন BJP নেতা মুকুল রায় । তিনি আরও বলেন, "মমতা আর কোনও দায়িত্ব সামলাতে পারছেন না । উনি মস্তিষ্কের ভারসাম্য হারিয়েছেন ।"
শুরুটা হয়েছিল শনিবার (8 জুন) । তৃণমূল-BJP সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে সন্দেশখালি । একাধিকবার গর্জে উঠেছিল বন্দুক । সংঘর্ষ, বোমাবাজি, গুলিতে মৃত্যু হয় তিনজনের । নিহতদের মধ্যে দু'জনই BJP কর্মী । তারপর "গণতন্ত্রকে খুন" করার অভিযোগ তুলে কালাদিবস ও বসিরহাট বনধের ডাক দিয়েছিল BJP । ডাক দেওয়া হয় লালবাজার অভিযানেরও ।
এই সংক্রান্ত খবর :লাঠিচার্জ ও জলকামানে ধুন্ধুমার মধ্য কলকাতায়, লালবাজারের অনেক আগেই থামল অভিযান
আজ সকাল থেকে BJP-র প্রতিটা মিছিলই ছিল লালবাজারমুখী । প্রতিটি জেলা থেকে দলে দলে দলীয় কার্যকর্তারা কলকাতায় আসেন । প্রস্তুত ছিল পুলিশও । ব্যারিকেড, জলকামান, কাঁদানে গ্যাসের সেল নিয়ে তৈরি ছিল তারাও । মিছিল শহরে ঢুকতেই আটকানো হয় ব্যারিকেড দিয়ে । পুলিশ ও BJP নেতা-কর্মীদের ধস্তাধস্তিতে উত্তপ্ত হয়ে ওঠে মধ্য কলকাতা । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা চরম আকার নেয় । পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পেরে জলকামান ব্যবহার করে পুলিশ । কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয় । অসুস্থ হয়ে পড়েন BJP-র বহু কার্যকর্তা ।
এদিকে, আজকের ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করেছেন মুকুল রায় । বলেন, "BJP-র শান্তিপূর্ণ মিছিলের উপর কাঁদানে গ্যাসের সেল ও জলকামান ব্যবহার করা হয় । মনে রাখবেন আমি খুব সুচারুভাবে রাজনীতি করি । অনেককেই চিহ্নিত করে রেখেছি ।"