পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মমতা অ্যান্টি ন্যাশনাল : জয়প্রকাশ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 15 জুন নীতি আয়োগের বৈঠকে অংশ নেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন । পশ্চিমবঙ্গ BJP-র সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, "জাতির স্বার্থের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় পদক্ষেপ নিচ্ছেন । তিনি জাতীয়তাবাদ বিরোধীর মতো ব্যবহার করছেন । পশ্চিমবঙ্গের উন্নতিতে বাধা দেওয়ার চেষ্টা করছেন ।"

জয়প্রকাশ মজুমদার

By

Published : Jun 7, 2019, 11:16 PM IST

Updated : Jun 7, 2019, 11:23 PM IST

কলকাতা, 7 জুন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 15 জুন নীতি আয়োগের বৈঠকে অংশ নেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন । মমতার এই সিদ্ধান্তে হতাশ হয়ে রাজ্য BJP-র তরফে আজ জানানো হয়, তৃণমূল সুপ্রিমো 'অ্যান্টি ন্যাশনাল'-এর মতো ব্যবহার করছেন । বাংলার উন্নতিতেও তিনি বাধা দেওয়ার চেষ্টা করছেন । পালটা জবাবে তৃণমূল কংগ্রেস সাফ জানিয়ে দেয়, জাতীয়তাবাদ বা উন্নতি নিয়ে BJP-র মতো একটি সাম্প্রদায়িক দলের থেকে কিছু শেখার দরকার নেই ।

এই সংক্রান্ত খবর : "নীতি আয়োগ ক্ষমতাহীন", বৈঠক বয়কট মমতার

পশ্চিমবঙ্গ BJP-র সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, "জাতির স্বার্থের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় পদক্ষেপ নিচ্ছেন । সারা দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এগিয়ে চলেছে । মমতা বন্দ্যোপাধ্যায় একাই এর বিরোধিতা করছেন । এমন কী, কংগ্রেস শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাও নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন বলে জানিয়েছেন । মমতার এই সিদ্ধান্ত জাতির স্বার্থের বিরুদ্ধে । তিনি জাতীয়তাবাদ বিরোধীর মতো ব্যবহার করছেন । পশ্চিমবঙ্গের উন্নতিতে বাধা দেওয়ার চেষ্টা করছেন ।"

এই সংক্রান্ত খবর : হিসেব দেওয়ার ভয়ে নীতি আয়োগের বৈঠকে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী : দিলীপ

15 জুন নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে জানিয়েছেন, রাজ্যের পরিকল্পনাকে সমর্থন করার মতো কোনও আর্থিক ক্ষমতা নেই নীতি আয়োগের । তাই তাঁর পক্ষে এই সভায় অংশ নেওয়া অসম্ভব ।

এই সংক্রান্ত খবর : সিঙ্গুরের ফল লজ্জাজনক, হারানো জমি ফেরত চেয়ে নেতাদের কড়া বার্তা মমতার

এপ্রসঙ্গে BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "এই সিদ্ধান্ততেই বোঝা যায় উনি এখনও পরাজয় স্বীকার করতে শেখেননি । এভাবে রাজ্যের উন্নতিতে প্রভাব ফেলছেন । লজ্জা হওয়া উচিত । শুধু ওঁরই নীতি আয়োগ নিয়ে অসুবিধা রয়েছে । অন্য মুখ্যমন্ত্রীদের নেই । তাই বৈঠকে না থাকার বাহানা দিচ্ছেন ।"

এই সংক্রান্ত খবর : তৃণমূলের শুরুতে মমতার সঙ্গী, আজ কী করছেন তাঁরা

BJP-র এই মন্তব্যের বিরোধিতা করে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "কোনও বৈঠকে যোগ দেওয়ার জন্য BJP আমাদের জোর করতে পারে না । এটা সম্পূর্ণ মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত । আর জাতীয়তাবাদ বা উন্নতি নিয়ে BJP-র মতো সাম্প্রদায়িক দলের কাছ থেকে তৃণমূলের বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু শেখার নেই ।"

Last Updated : Jun 7, 2019, 11:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details