কলকাতা, 7 জুন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 15 জুন নীতি আয়োগের বৈঠকে অংশ নেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন । মমতার এই সিদ্ধান্তে হতাশ হয়ে রাজ্য BJP-র তরফে আজ জানানো হয়, তৃণমূল সুপ্রিমো 'অ্যান্টি ন্যাশনাল'-এর মতো ব্যবহার করছেন । বাংলার উন্নতিতেও তিনি বাধা দেওয়ার চেষ্টা করছেন । পালটা জবাবে তৃণমূল কংগ্রেস সাফ জানিয়ে দেয়, জাতীয়তাবাদ বা উন্নতি নিয়ে BJP-র মতো একটি সাম্প্রদায়িক দলের থেকে কিছু শেখার দরকার নেই ।
এই সংক্রান্ত খবর : "নীতি আয়োগ ক্ষমতাহীন", বৈঠক বয়কট মমতার
পশ্চিমবঙ্গ BJP-র সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, "জাতির স্বার্থের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় পদক্ষেপ নিচ্ছেন । সারা দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এগিয়ে চলেছে । মমতা বন্দ্যোপাধ্যায় একাই এর বিরোধিতা করছেন । এমন কী, কংগ্রেস শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাও নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন বলে জানিয়েছেন । মমতার এই সিদ্ধান্ত জাতির স্বার্থের বিরুদ্ধে । তিনি জাতীয়তাবাদ বিরোধীর মতো ব্যবহার করছেন । পশ্চিমবঙ্গের উন্নতিতে বাধা দেওয়ার চেষ্টা করছেন ।"
এই সংক্রান্ত খবর : হিসেব দেওয়ার ভয়ে নীতি আয়োগের বৈঠকে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী : দিলীপ