পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সংগঠনকে মজবুত করতে জরুরি বৈঠক ডাকলেন মমতা - সংগঠনকে মজবুত করতে জরুরি বৈঠক ডাকলেন মমতা

পৌরসভা ভোটকে সামনে রেখে দলীয় সংগঠন চাঙ্গা করতে মঙ্গলবার দলীয় নেতাদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

ফাইল ফোটো

By

Published : Oct 12, 2019, 8:51 PM IST

কলকাতা, 12 অক্টোবর : পুজো-পর্ব মেটার পরই দলীয় সংগঠনে মন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ পৌরসভা ভোটকে সামনে রেখে দলীয় সংগঠন চাঙ্গা করতে একাধিক পদক্ষেপ করতে চলেছেন তৃণমূল নেত্রী ৷ আগামী মঙ্গলবার এ বিষয়ে দলীয় নেতাদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন তিনি ৷ দলীয় সূত্রের খবর, পৌরসভা ভোটে দলের কৌশল কী হবে, তা নিয়ে ওই বৈঠকে কথা হবে ৷ শীর্ষ নেতাদের পাশাপাশি বৈঠকে থাকার কথা দলের রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোরের ৷

শুরুটা হয়েছিল গত পঞ্চায়েত ভোটের সময় থেকে ৷ সময় যত এগিয়েছে রাজ্যে তৃণমূল-BJP লড়াই তত তীব্র হয়েছে ৷ গত লোকসভা নির্বাচেন গেরুয়া শিবির কড়া চ্যালেঞ্জের মুখে ফেলেছিল তৃণমূল কংগ্রেসকে ৷ যেখান থেকে দেশকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই বাংলার মাটি তৃণমূল কংগ্রেসের পায়ের তলায় বেশ কিছুটা আলগা হতে দেখা গেছে ৷ আগামী দিনে লড়াই যে ক্রমশ কঠিন হতে চলেছে, তা লোকসভা ভোটের পর ভালোভাবে বুঝে গেছেন তৃণমূল নেত্রী ৷ এই পরিস্থিতিতে মমতার পাখির চোখ 2021-এর বিধানসভা নির্বাচন ৷ বলা ভালো, মমতার কাছে 2021-র নির্বাচন শুধু অস্তিত্ব রক্ষার লড়াই নয়, সম্মান রক্ষার লড়াইও বটে ৷ আর যার প্রাথমিক প্রস্তুতি হিসেবে পৌরসভা ভোটকে সামনে রেখেছেন মমতা ৷

দলের এক শীর্ষনেতা জানাচ্ছেন, বেশ কিছুদিন ধরেই নিচুতলা থেকে একাধিক সমস্যার কথা কানে আসছিল নেত্রীর ৷ সেই সমস্ত সমস্যা দ্রুত না মেটালে শুধু বিপদ বাড়বে তা নয়, এর ফলে দলের ভারসাম্য ক্রমে নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হবে ৷ সন্দেহ নেই, এ ভাবে চলতে থাকলে কঠিন সমস্যার মধ্যে পড়বে দল ৷ পরিস্থিতির গুরুত্ব বুঝে কঠোর হাতে তা মোকাবিলার চেষ্টা করছেন নেত্রী ৷ আর সেই কাজ করতেই আগামী মঙ্গলবার বৈঠক ডেকেছেন নেত্রী ৷ দলীয় সূত্রে খবর, ওই বৈঠকে বিশেষ বার্তা দিতে পারেন মমতা ৷

সে দিন বৈঠকে যোগ দেওয়ার জন্য 400 জন ব্লক সভাপতি ও 127 জন পৌর এলাকার সভাপতিকে ডেকে পাঠানো হয়েছে ৷ প্রশান্ত কিশোর ছাড়াও ওই বৈঠকে থাকবেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়-সহ শীর্ষ নেতারা । কী ভাবে আগামী দিনে দল এগোবে, মোদি-অমিত শাহদের গতি আটকাতে কী কী পদক্ষেপ করা হবে, সে সব কিছু নিয়েই বৈঠকে কথা হবে বলে দলীয় সূত্রে খবর ৷ পাশাপাশি, দলের নেতা-কর্মীদের চাঙ্গা করতে প্রয়োজনীয় উপদেশ-নির্দেশও দেবেন নেত্রী ৷

ABOUT THE AUTHOR

...view details