কলকাতা, 17 এপ্রিল: খুব ধীরগতিতে হলেও আবারও বাড়ছে করোনার সংক্রমণ । এই অবস্থায় উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সোমবার বাংলার নতুন বছরের প্রথম মন্ত্রিসভার বৈঠকে করোনা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী । এদিন মন্ত্রিসভার বৈঠকেই রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে ক্রমবর্ধমান করোনা পরিস্থিতি নিয়ে সতর্ক করেছেন তিনি । একইসঙ্গে রাজ্যবাসীকে মাস্ক বিধি মেনে চলার আবেদন করেছেন ।
বেশ কিছুদিন ধরেই দেশের ক্রমবর্ধমান করোনা সংক্রমণ । সোমবারই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে এই মুহূর্তে মোট করোনা আক্রান্তের সংখ্যা প্রায় 60 হাজার 313 জন । দিল্লি, মুম্বইতে ক্রমশ বাড়ছে সংক্রমণের হার । এই পরিস্থিতিতে বাংলা নিয়েও উদ্বিগ্ন রাজ্য প্রশাসন । এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে পরিস্থিতি সম্পর্কে সতর্ক করতে অ্যাডভাইসারি জারি করার নির্দেশও দিয়েছেন । করোনাকে কাবু করার প্রধান দুটি উপকরণ মাস্ক এবং স্যানিটাইজার সঙ্গে রাখার পরামর্শ দিয়েছেন তিনি । সেই মতো খুব স্বাভাবিকভাবেই স্বাস্থ্য দফতরের তরফ থেকেও করোনা নিয়ে সতর্কতা জারি করা হয়েছে । এক্ষেত্রে নবান্নের তরফ থেকে অহেতুক আতঙ্ক না ছড়িয়ে যে সতর্কতামূলক ব্যবস্থা সেগুলিকে ধীরে ধীরে জারি করার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । করোনাকালে ঠিক যেভাবে পৌরসভাগুলোতে দায়িত্ব নিয়ে স্যানিটাইজেশন প্রক্রিয়া চালানো হতো প্রয়োজন হলে আগামী দিনে সেভাবে স্যানিটাইজেশন প্রক্রিয়া চালু করার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।