কলকাতা, 4 জুলাই : পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ইতিমধ্যেই বাম-কংগ্রেস যৌথভাবে পথে নেমে আন্দোলন করেছে । রাজ্যের বিরুদ্ধে বিভিন্ন ইশুতে অভিযোগ তুলে আন্দোলন করছে BJPও। অথচ পথে নেমে সেঅর্থে আন্দোলনে করতে দেখা যাচ্ছে না রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে । সূত্রের খবর, এবিষয়ে গতকাল ভিডিয়ো কনফারেন্স বৈঠকে ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । দলকে পথে নেমে আন্দোলন করার নির্দেশ দিয়েছেন । পেট্রল-ডিজ়েলের মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণের প্রতিবাদে দলের সাংসদ, বিধায়কদের পথে নামার নির্দেশ দিয়েছেন তৃণমূলনেত্রী । 7 জুলাই থেকে সকল সাংসদ, বিধায়ককে নিজের নিজের এলাকায় পথে নামতে হবে ।
2021 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে BJP। দলের কেন্দ্রীয় নেতারা একের পর এক ভার্চুয়াল সভা করছেন । পাশাপাশি পথে নেমে জোরদার আন্দোলন করছেন রাজ্য BJP-র নেতৃত্বও । কিন্তু রাজ্যের শাসকদল তৃণমূলকে এখনও সেভাবে পথে নামতে দেখা যায়নি । গতকাল ভার্চুয়াল বৈঠকে বিষয়টি উল্লেখ করে দলের সাংসদ, বিধায়কদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো । সূত্রের খবর, দলের নেতাদের তিনি বলেছেন, রাজ্য সরকারের বিরুদ্ধে অপপ্রচার করে মানুষকে ভুল বোঝাচ্ছে BJP। পথে নেমে নিয়মিত এই কাজ করে চলেছে তারা । আপনারা পালটা আন্দোলন করুন । ঘরে চুপচাপ বসে রয়েছেন কেন? অপপ্রচারের জবাব দিন ।