কলকাতা, 4 মে : নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে কালীঘাটে নিজের বাড়িতে বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায় । গতকাল নিয়ম মাফিক মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার পর এই মুহূর্তে তিনি রাজ্যের ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী । কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোট-পরবর্তী হিংসার ঘটনা ইতিমধ্যেই উঠে এসেছে সংবাদ শিরোনামে । এই অবস্থায় স্বতঃপ্রণোদিত হয়ে প্রশাসনকে সক্রিয় করার জন্য উদ্যোগী হয়েছেন তিনি ।
মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ মুখ্যমন্ত্রী তার বাসভবনে ডেকে নেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্রসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, ডিজি নীরজ নয়ন এবং কলকাতার পুলিশ সুপার সৌমেন মিত্রকে । 45 মিনিট তাঁদের মধ্যে বৈঠক হয় । বৈঠকে নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে আলোচনা হয়েছে । যে যে জায়গায় হিংসার খবর এসেছে মুখ্যমন্ত্রী সেই থানাগুলোকে বাড়তি ফোর্স দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার নির্দেশ দিয়েছেন । একইসঙ্গে তিনি স্বরাষ্ট্র দফতরকে জানিয়ে দিয়েছেন, এই সরকার হিংসাকে সমর্থন করে না । তাই দলের রং না দেখে পুলিশ যেন ব্যবস্থা নেয় ।
ভোটের ফল বেরোতেই রাজ্যজুড়ে হিংসার চিত্র ধরা পড়েছে । বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাজ্যজুড়ে তাণ্ডব চালাচ্ছে । যার জেরে ইতিমধ্যেই খুন হয়েছেন ছয় জন বিজেপি কর্মী । দু'জন বিজেপির মহিলা সমর্থককে ধর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে । ভোটের পরে এখনও পর্যন্ত 12 জনের খুন হওয়ার কথা সামনে এসেছে । ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হয়েছে বিজেপি। রাজ্যপাল নিজেও এই নিয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন । এমনকি ঘটনাক্রম নিয়ে খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও । এই বৈঠকে তাই এই হিংসা কীভাবে নিয়ন্ত্রণে আনা যায় তা নিয়েই আলোচনা চলছে । এছাড়াও রাজ্যে ক্রমবর্ধমান করোনা পরিস্থিতি নিয়েও মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলে খবর ।