পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উর্দু অ্যাকাডেমির অনুষ্ঠানের প্রধান আকর্ষণ মমতার হাতে আঁকা ছবি - কলকাতার অ্যাকাডেমির অনুষ্ঠান

উর্দু অ্যাকাডেমির অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হতে চলেছে মুখ্যমন্ত্রীর হাতে আঁকা ছবি ৷ 21 থেকে 25 ফেব্রুয়ারি কলকাতার উর্দু অ্যাকাডেমিতে হতে চলেছে বিশেষ এই অনুষ্ঠান ৷

aa
মমতার আঁকা ছবি

By

Published : Feb 19, 2020, 2:17 AM IST

কলকাতা, 19 ফেব্রুয়ারি : চলতি মাসের 21 থেকে 25 তারিখ পর্যন্ত কলকাতার উর্দু অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হতে চলেছে বিশেষ অনুষ্ঠান ৷ কলকাতার রফি আহমেদ কিদোয়াই রোডের উর্দু অ্যাকাডেমিতে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশ-বিদেশের প্রতিনিধিরা ৷ অনুষ্ঠানের জন্য একটি ছবি আঁকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হতে চলেছে তাঁর আঁকা ছবিটি ৷ ছবটি প্রদর্শিত হবে সকলের জন্য ৷ উর্দু অ্যাকাডেমির দেওয়ালে স্থানও পাবে ছবিটি ৷

"লাইফ ইভেন্টস অফ গালিব" ব্যানারকে সামনে রেখে 21 ফেব্রুয়ারি বাংলা ভাষা দিবসে বিশেষ এই অনুষ্ঠানের সূচনা হবে উর্দু অ্যাকাডেমিতে । চলবে 25 ফেব্রুয়ারি পর্যন্ত ৷ আজ এই বিষয়ে কলকাতা প্রেসক্লাবে অনুষ্ঠানসূচি সম্পর্কে আলোচনা করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ নাদিমুল হক ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি প্রদর্শিত হবে উর্দু অ্যাকাডেমির অনুষ্ঠানে

নাদিমুল সাহেব বলেন, "মুখ্যমন্ত্রীর হাতে আঁকা ছবি প্রদর্শিত হবে এই অনুষ্ঠানে । এছাড়াও অনুষ্ঠানের 5 দিন যোগ দেবেন জাপান, মরিশাস, বাংলাদেশ, আফগানিস্তানসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা ।"

ABOUT THE AUTHOR

...view details