পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্য সরকার লড়াই না করলে কৃষকরা কিছুই পেতেন না, খোলা চিঠি মমতার - প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি

প্রধানমন্ত্রী কিষাণ যোজনার অষ্টম কিস্তির টাকা ঢুকতে চলেছে এ রাজ্যের কৃষকদের অ্যাকাউন্টেও । সেই টাকা পাচ্ছেন রাজ্যের কৃষকরাও ৷ রাজ্যের কৃষকদের 18 হাজার টাকা প্রাপ্য হলেও তাঁরা অনেক কম পাচ্ছেন বলে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর আরও দাবি, রাজ্য সরকার লড়াই না করলেও এই কম টাকাটাও কৃষকরা পেতেন না ৷

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : May 14, 2021, 12:49 PM IST

কলকাতা, 14 মে : রাজ্যবাসীকে খোলা চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । চিঠিতে মূলত সম্বোধন করা হয়েছে রাজ্যের কৃষকদের । শেষে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা পাচ্ছেন রাজ্যের কৃষকরা । জানা গিয়েছে, রাজ্যের 7 লাখ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজই কেন্দ্রের ওই প্রকল্পের প্রথম কিস্তির 2000 টাকা সরাসরি ঢুকতে চলেছে । কেন্দ্রের এই আর্থিক সুবিধা পেতে বাংলার কৃষকদের জন্য লড়াই চালিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার । তা জানিয়েই এই খোলা চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

চিঠিতে কৃষকদের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, কেন্দ্রের প্রকল্পে এরাজ্যের কৃষকদেরও অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছিল সরকার । এই ব্যাপারে একাধিক কাজও করেছে বাংলার সরকার । তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী কিষাণ নিধি প্রকল্পের টাকা দেওয়া নিয়ে দিল্লির সরকার দীর্ঘ টালবাহানা করছিল ৷ পিএম কিষাণ নিধি প্রকল্পে কৃষকদের 18 হাজার টাকা প্রাপ্য হলেও, তা দেওয়া হচ্ছে না বলে চিঠিতে দাবি করেছেন মুখ্যমন্ত্রী । সেই তুলনায় অনেকটাই কম পাচ্ছেন কৃষকরা ৷ কৃষকদের উদ্দেশে বলেন, এইটুকুও পেতেন না যদি না আমরা আপনাদের হয়ে লড়াই করতাম ।''

উল্লেখ্য, প্রধানমন্ত্রী কিষাণ যোজনার অষ্টম কিস্তির টাকা ঢুকতে চলেছে এ রাজ্যের কৃষকদের অ্যাকাউন্টেও । আজ অক্ষয় তৃতীয়া ও ঈদের দিনে বাংলার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি কেন্দ্রীয় সাহায্যের টাকা পৌঁছে যাবে বলে জানিয়েছে মোদি সরকার । পিএম কিষাণ নিধির সপ্তম কিস্তির টাকা গত 25 ডিসেম্বর দেওয়া হয়েছিল । 2019 সালে এই প্রকল্পটি চালু করে মোদি সরকার । কৃষক পরিবারগুলিকে আর্থিক সহায়তা দেওয়াই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল । এই প্রকল্পে বছরে 6 হাজার টাকা করে পেয়ে থাকেন কৃষকরা ।

কৃষকদের উদ্দেশে লেখা খোলা চিঠি মমতার

আরও পড়ুন,অসমে আশ্রয় নেওয়া বাংলার পরিবারগুলির সঙ্গে দেখা করলেন রাজ্যপাল

এদিকে, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে রাজ্যের কৃষকদের 18 হাজার টাকা প্রাপ্য হলেও তাঁরা পাচ্ছেন অনেক কম । তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, রাজ্য সরকার লড়াই না করলে কেন্দ্রের এই সাহায্যটুকুও কৃষকরা পেতেন না ।

ABOUT THE AUTHOR

...view details