কলকাতা, 11 জুন : নিউ টাউনে দুই গ্যাংস্টার এনকাউন্টারের ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে তদন্তের দাবি জানালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । তাঁর অভিযোগ পাকিস্তান বাংলাদেশ প্রভৃতি দেশগুলো-সহ আন্তর্জাতিক চক্রের সঙ্গে যুক্ত দুষ্কৃতীরা আশ্রয় পাচ্ছে পশ্চিমবঙ্গে ৷
দিলীপ ঘোষ আজ নিউটাউনে সাংবাদিকদের বলেন, পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক দুষ্কৃতীদের আশ্রয়স্থল হয়ে উঠছে । ওই দুই গ্যাংস্টারদের বাংলাদেশি যোগ পাওয়া যাচ্ছে, তদন্ত হওয়া প্রয়োজন । রাজ্যের আইন শৃঙ্খলা অবনতি ঘটছে বলে দাবি করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ৷ তিনি আরও বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার উগ্রপন্থীদের পশ্চিমবঙ্গে আশ্রয় দিচ্ছেন ৷ উগ্রপন্থীরাই এই সরকারের সম্পদ ৷"