পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মুখ্য়মন্ত্রীর সরকার উগ্রপন্থীদের পশ্চিমবঙ্গে আশ্রয় দিচ্ছেন, নিউ টাউন এনকাউন্টার প্রসঙ্গে দিলীপ - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

দিলীপ ঘোষ আজ নিউটাউনে সাংবাদিকদের বলেন,পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক দুষ্কৃতীদের আশ্রয়স্থল হয়ে উঠছে । ওই দুই গ্যাংস্টারদের বাংলাদেশি যোগ পাওয়া যাচ্ছে, তদন্ত হওয়া প্রয়োজন ।

মুখ্য়মন্ত্রীর সরকার উগ্রপন্থীদের পশ্চিমবঙ্গে আশ্রয় দিচ্ছেন, নিউটাউন এনকাউন্টার প্রসঙ্গে দিলীপ
মুখ্য়মন্ত্রীর সরকার উগ্রপন্থীদের পশ্চিমবঙ্গে আশ্রয় দিচ্ছেন, নিউটাউন এনকাউন্টার প্রসঙ্গে দিলীপ

By

Published : Jun 11, 2021, 12:35 PM IST

কলকাতা, 11 জুন : নিউ টাউনে দুই গ্যাংস্টার এনকাউন্টারের ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে তদন্তের দাবি জানালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । তাঁর অভিযোগ পাকিস্তান বাংলাদেশ প্রভৃতি দেশগুলো-সহ আন্তর্জাতিক চক্রের সঙ্গে যুক্ত দুষ্কৃতীরা আশ্রয় পাচ্ছে পশ্চিমবঙ্গে ৷

দিলীপ ঘোষ আজ নিউটাউনে সাংবাদিকদের বলেন, পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক দুষ্কৃতীদের আশ্রয়স্থল হয়ে উঠছে । ওই দুই গ্যাংস্টারদের বাংলাদেশি যোগ পাওয়া যাচ্ছে, তদন্ত হওয়া প্রয়োজন । রাজ্যের আইন শৃঙ্খলা অবনতি ঘটছে বলে দাবি করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ৷ তিনি আরও বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার উগ্রপন্থীদের পশ্চিমবঙ্গে আশ্রয় দিচ্ছেন ৷ উগ্রপন্থীরাই এই সরকারের সম্পদ ৷"

নিউ টাউনে দুই গ্যাংস্টার এনকাউন্টারের ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে তদন্তের দাবি জানালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

রাজীব বন্দ্যোপাধ্যায়ের সম্প্রতি বিতর্কিত টুইট প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছেন, "যাঁদের বিজেপির উত্থানে কোনও যোগ নেই তাঁরা নির্বাচনের পর হেরে গিয়ে মন খারাপ করে বাড়িতে বসে আছে । বিজেপি ছেড়ে অন্য দলে চলে যাওয়ার গুজব রটানো হচ্ছে বলে তিনি দাবি করেন ৷"

আরও পড়ুন :আগামী তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা

ABOUT THE AUTHOR

...view details