কলকাতা, 8 জুন: 2 জুন ইতিহাসের পাতায় কালো দিন হয়ে থাকবে ৷ ওড়িশার বালাসোরে করমণ্ডল এক্সপ্রেসের ভয়বহ দুর্ঘটনা ভারতে রেল ইতিহাসে অন্যতম বড় বিপর্যয় ৷ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনশোর কাছাকাছি ৷ আহত হয়েছেন হাজারেও বেশি যাত্রী ৷ এই ঘটনায় বাংলা থেকেই বেশিরভাগ যাত্রী প্রাণ হারিয়েছেন ৷ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ভয়ঙ্কর সেই অভিজ্ঞতাকে এবার শব্দে ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী ৷ শোকার্ত-আর্ত স্বজনহারা পরিবারদের নিয়ে কবিতার মাধ্যমে মনের ভাব প্রকাশ করেছেন মমতা ৷ সামনে এসেছে সেই কবিতাও ৷
কবিতায় মমতা লিখছেন, 'এক অজানা দীর্ঘশ্বাস ব্যথা বেদনায় শোকাতুর নাভিশ্বাস। এখনো ভাসছে ঘ্রাণে দুর্গন্ধ লাশকাটা ঘরে ওরা ঘুমোচ্ছে একেবারে শেষঘুম।...হাত কাটা, পা কাটা, দেহ কাটা – পুড়ে গেছে একেবারে শরীরগুলো।..শেষকরে পরিহিত একটি গান, আঁখির জল সব শুকিয়ে গেছে অনেক হাহাকারে হৃদয়ে দুর্ভিক্ষ চোখের সামনে জ্বলছে চিতা মুহূর্তে উধাও জীবন্ত শরীর। কাঁদবার জন্য পড়ে রইল স্বজন হারানো আকাশ-বাতাস, সমুদ্র-পাহাড়, পরিবার- আমরা একটু ভাবলাম কি!'
কবিতাটি সামনে আসতেই নিমেষে ভাইরাল ৷ তবে সব শেষে আমরা বলতে কাদের কথা বলতে চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা, তা নিয়ে জল্পনা বিভিন্ন মহলে ৷ তবে কী কেন্দ্রীয় সরকার, রেলমন্ত্রককে উদ্দেশ্য করে এই কথা ? প্রশ্ন থাকলই ৷