পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Poem on Train Accident: ওড়িশার রেল দুর্ঘটনার ভয়াবহতা-অসহায়তা এবার মমতার কবিতায় - ওড়িশা রেল দুর্ঘটনা

ওড়িশা রেল দুর্ঘটনার দুঃসহ রাত ধরা পড়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতায় ৷ কবিতার নাম দিয়েছেন ট্রেন দুর্ঘটনা ৷

Mamata Poem on Train Accident
রেল দুর্ঘটনা নিয়ে কবিতায় মমতা

By

Published : Jun 8, 2023, 10:24 PM IST

কলকাতা, 8 জুন: 2 জুন ইতিহাসের পাতায় কালো দিন হয়ে থাকবে ৷ ওড়িশার বালাসোরে করমণ্ডল এক্সপ্রেসের ভয়বহ দুর্ঘটনা ভারতে রেল ইতিহাসে অন্যতম বড় বিপর্যয় ৷ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনশোর কাছাকাছি ৷ আহত হয়েছেন হাজারেও বেশি যাত্রী ৷ এই ঘটনায় বাংলা থেকেই বেশিরভাগ যাত্রী প্রাণ হারিয়েছেন ৷ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ভয়ঙ্কর সেই অভিজ্ঞতাকে এবার শব্দে ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী ৷ শোকার্ত-আর্ত স্বজনহারা পরিবারদের নিয়ে কবিতার মাধ্যমে মনের ভাব প্রকাশ করেছেন মমতা ৷ সামনে এসেছে সেই কবিতাও ৷

কবিতায় মমতা লিখছেন, 'এক অজানা দীর্ঘশ্বাস ব্যথা বেদনায় শোকাতুর নাভিশ্বাস। এখনো ভাসছে ঘ্রাণে দুর্গন্ধ লাশকাটা ঘরে ওরা ঘুমোচ্ছে একেবারে শেষঘুম।...হাত কাটা, পা কাটা, দেহ কাটা – পুড়ে গেছে একেবারে শরীরগুলো।..শেষকরে পরিহিত একটি গান, আঁখির জল সব শুকিয়ে গেছে অনেক হাহাকারে হৃদয়ে দুর্ভিক্ষ চোখের সামনে জ্বলছে চিতা মুহূর্তে উধাও জীবন্ত শরীর। কাঁদবার জন্য পড়ে রইল স্বজন হারানো আকাশ-বাতাস, সমুদ্র-পাহাড়, পরিবার- আমরা একটু ভাবলাম কি!'

কবিতাটি সামনে আসতেই নিমেষে ভাইরাল ৷ তবে সব শেষে আমরা বলতে কাদের কথা বলতে চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা, তা নিয়ে জল্পনা বিভিন্ন মহলে ৷ তবে কী কেন্দ্রীয় সরকার, রেলমন্ত্রককে উদ্দেশ্য করে এই কথা ? প্রশ্ন থাকলই ৷

প্রসঙ্গত, এই ভয়াবহ রেল দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসতেই নিজের উদ্বেগ প্রকাশ করে টুইট করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তারপর দু'দুবার পৌঁছে গিয়েছিলেন ওড়িশায় ৷ প্রথমবার শনিবার ঘটনা ঘটার পর তিনি সরাসরি বালাসোর পৌঁছে গিয়েছিলেন। ঘটনাস্থল পরিদর্শন করার পর তিনি যান হাসপাতালেও। এরপর মঙ্গলবার আরও একবার প্রথমে কটকের এসপিজি হাসপাতাল এবং পরে ভুবনেশ্বরের হাসপাতালে ভর্তি থাকা রাজ্যের বাসিন্দাদের দেখতে যান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: কোন ফান্ড থেকে রেল দুর্ঘটনার সাহায্য, বিজেপি নেতাদের মুখে লিউকোপ্লাস্টার লাগানোর পরামর্শ মমতার

রেল দুর্ঘটনায় আহত এবং নিহতদের পরিবারের পাশে থাকতে পাহাড় সফর বাতিল করেন মুখ্যমন্ত্রী। ঘোষণা করেছেন আর্থিক সহায়তা ৷ এমনকী, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে স্বজনহারা পরিবারের একজনকে চাকরির ব্যবস্থাও করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ উল্লেখ্য, কয়েকদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন তিনি চান রেল দুর্ঘটনার পেছনের সত্য বেরিয়ে আসুক। ঘটনার তদন্ত শুরু করেছে সিবিআই ৷

ABOUT THE AUTHOR

...view details