পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ব্যাঙ্ক সংযুক্তিকরণ নিয়ে ক্ষোভপ্রকাশ করে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ব্যাঙ্ক সংযুক্তিকরণ নিয়ে ক্ষোভ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তোলেন তিনি ৷

মমতা ও মোদি

By

Published : Sep 6, 2019, 9:33 PM IST

কলকাতা, 6 সেপ্টেম্বর : ফের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ চিঠিতে ব্যাঙ্ক সংযুক্তিকরণ নিয়ে উষ্মাপ্রকাশ করেন তিনি৷ তাঁর অভিযোগ, রাজ্যের সঙ্গে কোনও আলোচনা না করেই একতরফা সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ৷

সম্প্রতি রাষ্ট্রায়ত্ত 10টি ব্যাঙ্কের সংযুক্তিকরণের সিদ্ধান্ত ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ সেই তালিকায় রয়েছে কলকাতায় প্রধান শাখা থাকা ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (UBI) এবং এলাহাবাদ ব্যাঙ্ক ৷ এখানেই আপত্তি জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ চিঠিতে তিনি লিখেছেন, রাজ্য স্তরের ব্যাঙ্কিং কমিটির আহ্বায়ক হল ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ তাদের মাধ্যমে রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্প, স্বনির্ভর গোষ্ঠীকে ঋণ প্রদান করে রাজ্য সরকার ৷ কৃষকদের ক্রেডিট কার্ডের ক্ষেত্রেও ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ৷ চিঠির বয়ান অনুযায়ী, রাজ্যের 11টি জেলার প্রধান ব্যাঙ্ক হল UBI ৷ কিন্তু, দিল্লিতে প্রধান শাখা থাকা একটি ব্যাঙ্কের সঙ্গে সংযুক্তিকরণের ফলে রাজ্যে UBI-র অনেক শাখা বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি ৷ একইভাবে এলাহাবাদ ব্যাঙ্ক ও ইন্ডিয়ান ব্যাঙ্কের সংযুক্তিকরণ হচ্ছে ৷ মূল ব্যাঙ্ক ইন্ডিয়ান ব্যাঙ্কের প্রধান শাখা চেন্নাইতে ৷ তার জেরে রাজ্যে এলাহাবাদ ব্যাঙ্কের একাধিক শাখা বন্ধ হয়ে যেতে পারে বলেও আশঙ্কা মুখ্যমন্ত্রীর ৷ তাঁর বক্তব্য, রাজ্যের প্রত্যন্ত এলাকার মানুষ ব্যাঙ্কিং পরিষেবা থেকে এখনও বঞ্চিত ৷ এরই মধ্যে কেন্দ্রের সংযুক্তিকরণের সিদ্ধান্ত মানুষকে আরও বিপাকে ফেলবে ৷ বিপর্যয় তৈরি হবে ৷

চিঠির প্রথম পাতা

তাঁর আশঙ্কা যে অমূলক নয়, সেজন্য নিজের যুক্তির স্বপক্ষে পরিসংখ্যানও তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী ৷ চিঠিতে লিখেছেন, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার সংযুক্তিকরণের পর দেশজুড়ে প্রায় 800টি শাখা বন্ধ হয়ে যায় ৷ এর মধ্যে ছিল রাজ্যের 80টি শাখা ৷ ব্যাঙ্ক অফ বরোদার সংযুক্তিকরণের সময় একইভাবে দেশজুড়ে 800-900টি শাখা বন্ধ করে দেওয়া হয়েছিল ৷ ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং এলাহাবাদ ব্যাঙ্কের কর্মচারীদের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী ৷ তিনি চিঠিতে উল্লেখ করেছেন, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সংযুক্তিকরণের ফলে 3 হাজার 500 জন কর্মহীন হয়ে পড়েছিলেন ৷ বর্তমান পরিস্থিতিতে একই শঙ্কার মুখে দাঁড়িয়ে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং এলাহাবাদ ব্যাঙ্কের কর্মচারীরা ৷

চিঠির দ্বিতীয় পাতা

কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনারও অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী ৷ তিনি লিখেছেন, UCO ব্যাঙ্ককে হঠাৎ করে আঞ্চলিক ব্যাঙ্কে নামিয়ে আনা হয়েছিল ৷ এই ব্যাঙ্কটিরও প্রধান শাখা বাংলাতেই ৷ যা স্পষ্ট ইঙ্গিত করে, রাজ্যের ব্যাঙ্কিং ক্ষেত্রের বিরুদ্ধে বঞ্চনার জন্য এমনই কাজ করা হচ্ছে ৷ পাশাপাশি, রাজ্যের সঙ্গে কোনও আলোচনা ছাড়াই ব্যাঙ্ক সংযুক্তিকরণের জন্য কেন্দ্রকে আক্রমণ করেন তিনি ৷

চিঠির তৃতীয় পাতা

ABOUT THE AUTHOR

...view details