পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata writes to Modi : দুঃখিত এবং বিস্মিত, বাংলার ট্যাবলো বাতিল নিয়ে মোদিকে চিঠি মমতার

কেন্দ্রের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata writes to Modi) ৷

Mamata writes Modi
Mamata writes Modi

By

Published : Jan 16, 2022, 4:41 PM IST

Updated : Jan 16, 2022, 6:21 PM IST

কলকাতা, 16 জানুয়ারি : দিল্লিতে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে ঠাঁই পায়নি বাংলার ট্যাবলো ৷ কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে ৷ বাংলার ট্যাবলো বাতিল নিয়ে বেজায় ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কেন্দ্রের এই সিদ্ধান্তের পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন মমতা (Mamata writes to Modi) ৷ চিঠিতে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ৷ বিষয়টিতে তিনি যে খুব দুঃখ পেয়েছেন তাও জানিয়েছেন ৷

গতবছরই সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করেছিল কেন্দ্র । এবছর পালিত হচ্ছে স্বাধীনতা দিবসের 75 বছর এবং সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকী । সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে আজাদি কা অমৃত মহোৎসব । সেই উপলক্ষে বাংলার ট্যাবলোর থিম হিসেবে রাখা হয় নেতাজি এবং আইএনএ । কিন্তু রাজ্যের প্রস্তাবিত এই থিমের ট্যাবলো বাতিল করে দেওয়া হয়েছে ৷ লিখিতভাবে এই ট্যাবলো বাতিলের ব্যাপারে রাজ্য সরকারের সঙ্গে কোনও যোগাযোগ করেনি কেন্দ্রীয় সরকার । তবে রাজ্য সরকারকে মৌখিকভাবে জানানো হয়েছে এই কথা । তৃণমূল কংগ্রেসের তরফে ক্ষোভপ্রকাশ করা হয়েছে ৷ এই নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ সৌগত রায় এবং সুখেন্দুশেখর রায় । রাজ্য কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন ।

তারপরই সিদ্ধান্তের পুনর্বিবেচনার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি লিখেছেন, "সাধারণতন্ত্র দিবসের প্যারেডে বাংলার প্রস্তাবিত ট্যাবলোকে বাতিল করার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে আমি বিস্মিত এবং দুঃখিত ৷ নির্দিষ্ট কোনও কারণ ছাড়াই ট্যাবলো বাতিল করায় আমরা অত্যন্ত অবাক ৷ প্রস্তাবিত ট্যাবলোটি নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকী এবং তাঁর আইএনএ-র থিম দিয়ে তৈরি হয়েছিল ৷ ট্যাবলোটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, শ্রী অরবিন্দ, মাতঙ্গিনী হাজরা, নজরুল ইসলাম, বিরসা মুণ্ডা এবং অন্য আরও অনেক দেশপ্রেমিকদের ছবিতে সাজানো হয়েছিল ৷"

আরও পড়ুন : Amit Malviya on Bengal Covid Situation : সংক্রমণের দৈনিক হারে গরমিল, খতিয়ান তুলে ধরে খোঁচা অমিতের

তিনি লেখেন, "কেন্দ্রের এই আচরণে পশ্চিমবঙ্গবাসী ভীষণ দুঃখ পেয়েছেন ৷ ভারতের স্বাধীনতা সংগ্রামে বাংলা সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে ৷ দেশভাগের সময় এবং কোটি কোটি ভারতবাসীর জন্য বাংলাকে চড়া মূল্য দিতে হয়েছে ৷ দেশের 75তম স্বাধীনতার বছরে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপরোক্ত স্বাধীনতা সংগ্রামীরা স্থান না পাওয়ায় আমরা বিস্মিত (No Bengal Tableau in Republic Day parade 2022) ৷"

দীর্ঘ এই চিঠিতে বাংলার স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের কথা আরও একবার মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ লিখেছেন, বাংলার প্রস্তাবিত ট্যাবলো বাতিল করার অর্থ, এইসব স্বাধীনতা সংগ্রামীদের মাহাত্ম্যকে খাটো করা এবং উপেক্ষা করা ৷ এই চিঠি নিয়ে তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, "স্বাধীনতা সংগ্রামে বাংলার অবদান, ইতিহাস বিশ্বের সামনে তুলে ধরার চেষ্টাকে মুছে ফেলা হচ্ছে । যার প্রতিবাদ করে মুখ্যমন্ত্রী চিঠি দিয়েছেন ।"

Last Updated : Jan 16, 2022, 6:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details