ETV Bharat West Bengal

পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Coromandel Express Accident: দুর্ঘটনার কবলে করমণ্ডল এক্সপ্রেস, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা - করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মমতার বক্তব্য

শুক্রবার সন্ধ্যায় একই লাইনে চলে আসায় মালগাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেসের ৷ যার জেরে একাধিক বগি লাইনচ্যুত হয় ৷ এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী গুরুতর আহত হয়েছেন 132 জন ৷

Etv Bharat
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Jun 2, 2023, 9:22 PM IST

Updated : Jun 2, 2023, 11:09 PM IST

কলকাতা, 2 জুন: শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার খবরে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি নিজে প্রতিমুহূর্তে তদারকি করার কথা জানিয়েছেন টুইট বার্তায় ৷

তিনি টুইটে লেখেন, "বাংলা থেকে যাওয়ার সময় শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস আজ সন্ধ্যায় বালাসোরের কাছে একটি পণ্যবাহী ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে ৷ আমাদের রাজ্যের কিছু যাত্রী গুরুতর আহত হয়েছেন জেনে দুঃখিত ৷ আমাদের জনগণের স্বার্থে ওড়িশা সরকার ও দক্ষিণ-পূর্ব রেলওয়ের সঙ্গে যোগাযোগ সমন্বয় করছি ৷ আমাদের জরুরি কন্ট্রোল রুমের নম্বরগুলি হল 033-22143526/ 22535185 ৷ ইতিমধ্যেই উদ্ধার, পুনরুদ্ধার, সাহায্য ও সহায়তার জন্য সর্বাত্মক প্রচেষ্টা শুরু হয়েছে ৷ আমরা ওড়িশা সরকার ও রেলওয়ে কর্তৃপক্ষকে সহযোগিতা করতে ও উদ্ধার অভিযানে সহায়তা করতে ঘটনাস্থলে 5-6 সদস্যের একটি দল পাঠাচ্ছি ৷ মুখ্যসচিব ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি ৷"

শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালাসোর জেলার বাহাঙ্গা রেল স্টেশনে দুর্ঘটনাগ্রস্ত হয় শালিমার-চেন্নাই আপ করমণ্ডল এক্সপ্রেস ৷ জানা গিয়েছে, একই লাইনে একটি মালগাড়ি চলে আসায় মুখোমুখি সংঘর্ষ হয় এক্সপ্রেসের সঙ্গে ৷ যার ফলে দুমড়ে-মুচড়ে যায় যাত্রীবাহী ট্রেনটি ৷ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন রেল আধিকারিক-সহ পুলিশ প্রশাসনের কর্তাব্যক্তিরা ৷ শুরু হয় উদ্ধার কাজ ৷ এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, তাতে আহতের সংখ্যা ছাড়িয়েছে 180 ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী মৃতের সংখ্যা আপাতত 2 ৷ তবে তা বাড়তে পারে বলে আশঙ্কা ৷ আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ অন্ধকার হয়ে যাওয়ায় উদ্ধারকাজে সমস্যা হচ্ছে ৷

মূলত, চিকিৎসার কারণেই বাংলা থেকে বেশিরভাগ লোক চেন্নাইতে যান ৷ আর ট্রেনটি শালিমার থেকে চেন্নাইয়ের দিকে যাচ্ছিল ৷ তাই এই দুর্ঘটনার খবর পেতেই স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন :মালগাড়িতে ধাক্কা করমণ্ডল এক্সপ্রেসের, দুমড়ে-মুচড়ে গেল একাধিক বগি

Last Updated : Jun 2, 2023, 11:09 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details