কলকাতা, 13 ফেব্রুয়ারি: বাংলার ক্রিকেট দলের অধিনায়ক মনোজ তিওয়ারি (Manoj Tiwary) ও কোচ লক্ষ্মীরতন শুক্লকে (Laxmi Ratan Shukla) অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ সোমবার তিনি মনোজ ও লক্ষ্মীকে শুভেচ্ছা জানিয়েছেন বলে সূত্রের খবর ৷ একই সঙ্গে তাঁদের ফাইনালে বাংলার জন্য আগাম শুভেচ্ছাও জানিয়েছেন তিনি ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, গতকাল রবিবারই শেষ হয়েছে বাংলা ও মধ্যপ্রদেশের মধ্যে রঞ্জি সেমিফাইনাল ৷ মধ্যপ্রদেশকে 306 রানে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলা ৷ তিন বছর পর আবার ঘরোয়া ক্রিকেটের এই গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার ফাইনালে খেলবেন মনোজরা ৷ প্রতিপক্ষ সৌরাষ্ট্র ৷ এই সৌরাষ্ট্রের বিরুদ্ধেই গতবার হেরে গিয়েছিল বাংলা ৷ তাই এবারের ফাইনাল ক্রীড়া অনুরাগীদের মধ্যে উদ্দীপনা চরমে ৷ তার উপর এবার ফাইনাল ম্যাচ হবে ইডেনে ৷ তাই বাংলার ভালো পারফরম্যান্সের দিকে তাকিয়ে সবাই ৷
তবে এতকিছুর মধ্যেও হইচই পড়েছে মনোজ তিওয়ারিকে ঘিরে ৷ বাংলার এই ব্যাটার এবার অধিনায়ক ৷ তিনি আবার তৃণমূল কংগ্রেসের বিধায়ক ৷ আর রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী ৷ তাছাড়া কোচ লক্ষ্মীও 2016 থেকে 2021 পর্যন্ত তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন ৷ তিনিও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলেছেন ৷ ফলে মন্ত্রীর এই সাফল্যে খুশি শাসক শিবির ৷ বিধানসভা সূত্রে খবর, রঞ্জি সেমিফাইনালে বাংলার জয়ের বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী অবগত ৷ সেই কারণেই তিনি মনোজ ও লক্ষ্মীকে শুভেচ্ছা জানান বলে খবর ৷
আগামী 16 ফেব্রুয়ারি ইডেনে শুরু হচ্ছে রঞ্জি ফাইনাল ৷ এদিকে এই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে সিএবিতে ৷ বাংলা দু’বার রঞ্জি জিতেছে ৷ শেষবার জিতেছে 1889 সালে ৷ তখন বাংলার অধিনায়ক ছিলেন সম্বরণ বন্দ্যোপাধ্য়ায় ৷ সেবারও ইডেনে ফাইনাল হয়েছিল ৷ তাই এবারও ইতিহাসের পুনরাবৃত্তি হয় কি না, সেটাই দেখার ৷
আরও পড়ুন:গতবারের মধুর বদলা, ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়ে তিনবছর পর রঞ্জি ফাইনালে বাংলা