কলকাতা, 2 জানুয়ারি : এবারে দলের ছাত্র-যুবদের রাজনৈতিক প্রশিক্ষণ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় । আগামী 27 ও 28 জানুয়ারি দু'দিন ধরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে । পৌরসভা নির্বাচনের আগে এমন উদ্যোগকে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ।
নজরে পৌরসভা, নেতাজি ইন্ডোরে যুবদের প্রশিক্ষণ দেবেন মমতা - College
চলতি মাসের দু'দিন নেতাজি ইন্ডোরে ছাত্র-যুবদের প্রশিক্ষণ দেবেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
![নজরে পৌরসভা, নেতাজি ইন্ডোরে যুবদের প্রশিক্ষণ দেবেন মমতা Mamata](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5572061-thumbnail-3x2-aa.jpg)
বিশেষ এই কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় । দুই দিনই বেলা 12 টা থেকে সন্ধ্যা 6 টা পর্যন্ত এই কর্মসূচি চলবে । মনে করা হচ্ছে এই মঞ্চ থেকে CAA ও NRC বিরোধী আন্দোলন নিয়ে ছাত্র- যুব সমাজকে এগিয়ে আসার বার্তাও দেবেন মমতা । এবিষয়ে তৃণমূলের ছাত্র নেতা সৌম্য বক্সী বলেন, "এর আগেও এমন প্রশিক্ষণ শিবির হয়েছে । 2012 সালে হয়েছিল ।"
এ বিষয়ে BJP-র যুব মোর্চার সহ সভাপতি প্রকাশ দাসের দাবি, "এসব করে কোনওভাবেই BJP-র সঙ্গে প্রতিযোগিতায় আসতে পারবে না তৃণমূল । CAA নিয়ে ব্যাকফুটে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ।"