কলকাতা, 5 ডিসেম্বর:আবারও দিল্লি গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ ইদানিং বাংলার মুখ্যমন্ত্রীর দিল্লি সফরের (Delhi Visit) কথা উঠলেই রাজনৈতিক মহল, বিশেষ করে বিরোধী দলগুলি বারবার 'সেটিং তত্ত্ব' সামনে আনে ৷ তাদের অভিযোগ, একের পর এক দুর্নীতির হাত থেকে রেহাই পেতেই নাকি দফায়-দফায় দিল্লি যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো ! নিন্দুকেরা তো এমনও বলেন যে সিবিআই, ইডির হাত ঝামেলা থেকে বাঁচতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে বৈঠক করছেন মমতা ! কিন্তু, এবারের দিল্লি সফরে মোদি-মমতা আলাদা বৈঠক হওয়ার কোনও সম্ভাবনাই নাকি নেই ৷ দিল্লি যাওয়ার আগে সোমবার দমদম বিমানবন্দরের বাইরে দাঁড়িয়ে মমতা নিজে একথা বলেছেন ৷ কিন্তু তারপরও বিতর্ক থামছে না ৷
বিজেপি নেতা রাহুল সিনহা যেমন এই প্রসঙ্গে বললেন, প্রধানমন্ত্রী কেন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন না, সেটা তো তিনিই সবথেকে ভালো বলতে পারবেন ! রাজনীতি নিয়ে যাঁরা কাটাছেঁড়া করেন, তাঁদের একাংশের বিশ্লেষণ, মুখ্যমন্ত্রী দেখা করতে চেয়েছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে ৷ কিন্তু প্রধানমন্ত্রীই তাঁকে সময় দেননি ! তবে, এই বিশ্লেষণ একেবারেই অনুমান নির্ভর ৷ তবু চর্চা যখন শুরু হয়েছে, তখন তৃণমূল কংগ্রেসের এ নিয়ে কী বক্তব্য, সেটাও তো জানা দরকার ৷ দলের সাংসদ শান্তনু সেন এ প্রসঙ্গে বলেন, বিজেপির বক্তব্যে কিছু যায় আসে না ৷ ব্যক্তিগত স্বার্থে কখনই দিল্লি যান না মুখ্যমন্ত্রী ৷ রাজ্যের প্রয়োজনে, রাজ্যের মানুষের স্বার্থে মাঝেমধ্যে দিল্লিতে দরবার করতে হয় মুখ্যমন্ত্রীদের ৷ যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় এর প্রয়োজনীয়তা রয়েছে। এঁরা (বিজেপি-সহ বিরোধী পক্ষ) যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে গুরুত্ব দেন না বলেই এই ধরনের মন্তব্য করেন ৷