কলকাতা, 6 এপ্রিল:আগামী 20 এপ্রিল তৃণমূল কংগ্রেসের হুগলি জেলা নেতৃত্বকে নিয়ে কালীঘাটে বৈঠকে বসছেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রসঙ্গত, দলের শেষ বর্ধিত কার্যনির্বাহী কমিটির বৈঠকে মমতা জানিয়েছিলেন, পঞ্চায়েত নির্বাচনের আগে ধাপে ধাপে প্রত্যেক জেলার সংগঠন নিয়ে আলাদা আলাদা করে আলোচনায় বসবেন তিনি ৷ সেই অনুসারেই, এক-একটি জেলা ধরে ধরে দলের নেতা ও কর্মীদের সঙ্গে কথা বলছেন মমতা ৷ ইতিমধ্যেই মুর্শিদাবাদ এবং বীরভূম নিয়ে বৈঠক করেছেন তিনি ৷ পরবর্তী বৈঠকের জন্য বেছে নিয়েছেন হুগলিকে ৷ অন্যান্য রাজনৈতিক প্রেক্ষাপট ছাড়াও , শিক্ষা দুর্নীতিতে হুগলির দুই প্রাক্তন তৃণমূল যুবনেতার গ্রেফতারি এবং রিষড়ায় সাম্প্রতিক হিংসার ঘটনার পর যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল ৷
উল্লেখযোগ্য বিষয় হল, একটা সময় হুগলিকে তৃণমূলের শক্ত ঘাঁটি হিসাবে ধরা হত ৷ কিন্তু, গত লোকসভা নির্বাচন এবং তার পরবর্তী বিধানসভা ভোটের সময় তৃণমূলের সেই শক্ত ঘাঁটিতেই থাবা বসিয়েছে বিজেপি ৷ তার উপর নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রথমে কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্য়োপাধ্য়ায়ের গ্রেফতারি, শান্তনুর বিপুল সম্পত্তির খবর প্রকাশ্য়ে আসার মতো ঘটনা শাসকদলকে যথেষ্ট বিব্রত করেছে ৷ সমস্যা আরও বাড়িয়েছে রামনবমীর শোভাযাত্রা কেন্দ্র করে রিষড়ায় ঘটে যাওয়া হিংসার ঘটনা ৷ এদিকে, সামনেই পঞ্চায়েত ভোট ৷ তারপর বছর ঘুরতেই রয়েছে লোকসভা নির্বাচন ৷ এই অবস্থায় হুগলি জেলায় সংগঠন মজবুত করা যে অত্যন্ত জরুরি, তা ভালোই বোঝেন মমতা ৷ মনে করা হচ্ছে, 20 এপ্রিলের বৈঠকে কর্মীদের মনোবল চাঙ্গা করার পাশাপাশি দলের পুরনো 'ফর্ম' ফিরে পাওয়ার দাওয়াই দিতে পারেন মমতা ৷