কলকাতা, 4 মে : বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে আগামীকাল তৃতীয়বারের জন্য শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শপথগ্রহণের পরই তিনি সোজা চলে যাবেন নবান্নে ৷ ফের একবার নবান্নের চোদ্দ তলার দায়িত্ব গুছিয়ে নেবেন মমতা ৷
মুখ্যমন্ত্রী আগেই জানিয়ে দিয়েছেন করোনা পরিস্থিতির জন্য এবার শপথগ্রহণের অনুষ্ঠানে কোনও আড়ম্বর থাকবে না ৷ কাল মমতা একাই শপথগ্রহণ করবেন ৷ বাকি মন্ত্রীরা শপথগ্রহণ করবেন বৃহষ্পতিবার ৷ আগামীকাল মমতার শপথগ্রহণ অনুষ্ঠানে হাতে গোণা কয়েকজন অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে ৷ অন্য় কোনও রাজ্য়ের কাউকে আমন্ত্রণ করা হচ্ছে না বলেই জানা গিয়েছে ৷