দিল্লি, 18 জুন : প্রথমে শপথ অনুষ্ঠান । তারপর নীতি আয়োগ । এবার সর্বদলীয় । ফের কেন্দ্রের ডাকে সাড়া দিলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
সর্বদলীয় বৈঠকে থাকতে পারবেন না মমতা । আজ সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশিকে চিঠি পাঠিয়ে একথা জানান তিনি । আগামীকাল সব রাজনৈতিক দলের সভাপতিদের বৈঠকে ডেকেছেন নরেন্দ্র মোদি ।
এরআগে নীতি আয়োগের বৈঠকে যোগ দেননি মমতা বন্দ্যোপাধ্যায় । নীতি আয়োগের ক্ষমতা নেই, এই মন্তব্য করে বৈঠক বয়কট করেন তিনি । পাঠাননি কোনও প্রতিনিধিও । এরপর আগামীকাল হতে চলা সেই বৈঠকে যোগ না দেওয়ার কথা জানালেন ।
কেন্দ্রের সঙ্গে সংঘাত জিইয়ে রেখেছে রাজ্য । সম্প্রতি হওয়া সর্বদলীয় বৈঠকে তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন । বলেন, রাজ্যের কাজে হস্তক্ষেপ করছে কেন্দ্র । এরপর দ্বিতীয় সর্বদলীয় বৈঠক বাতিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।