কলকাতা, 20 মার্চ:মঙ্গলবার ওড়িশায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Planning For Birbhum)৷ তবে ওড়িশা থেকে ফিরেই তিনি বীরভূম জেলার সংগঠন নিয়ে ভবিষ্যৎ কর্মসূচি (Mamata Banerjee will address Birbhum issue) তৈরি করতে বসবেন বলে মনে করা হচ্ছে ৷
গত শুক্রবারের সাংগঠনিক বৈঠকেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে, এ বার প্রত্যেক সপ্তাহেই জেলাগুলিকে নিয়ে আলাদা করে বসবেন তিনি । এরপর গত রবিবার তিনি বৈঠক করেছেন মুর্শিদাবাদ জেলা নিয়ে । ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে ওই জেলার নেতাদের সঙ্গে কথা বলেন তৃণমূল নেত্রী । এ বার আগামী শুক্রবার তিনি আরও একটি জেলা নিয়ে বৈঠক করতে পারেন বলে দলীয় সূত্রে খবর পাওয়া যাচ্ছে । যতদূর জানা যাচ্ছে, এ বার তিনি বৈঠক করতে পারেন তাঁর হাতে থাকা বীরভূম জেলার নেতাদের নিয়ে ।
মঙ্গলবার ওড়িশা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Odisha Visit)। বিকেলেই কলকাতা বিমানবন্দর থেকে ভুবনেশ্বরের উদ্দেশে রওনা দেবেন তিনি । মঙ্গলবার রাতে তাঁর ভুবনেশ্বরই থাকার কথা রয়েছে । এরপর বুধবার তিনি যাবেন পুরীতে । সেখানে জগন্নাথ মন্দিরে পুজোও দেবেন মুখ্যমন্ত্রী । এরপর বৃহস্পতিবার তাঁর ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে বৈঠকের কথা রয়েছে । এই বৈঠকের পর বৃহস্পতিবার দিনই তাঁর রাজ্যে ফেরার কথা ।