পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Planning For Birbhum: ওড়িশা থেকে ফিরেই কি বীরভূম নিয়ে বসবেন মমতা ?

মঙ্গলবার ওড়িশা সফরে যাচ্ছেন মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Planning For Birbhum)৷ তবে সেখান থেকে ফিরেই তিনি বীরভূমের সংগঠন নিয়ে বসবেন বলে জানা গিয়েছে (Mamata Banerjee will address Birbhum issue)৷

Mamata Banerjee ETV Bharat
মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Mar 20, 2023, 7:53 PM IST

কলকাতা, 20 মার্চ:মঙ্গলবার ওড়িশায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Planning For Birbhum)৷ তবে ওড়িশা থেকে ফিরেই তিনি বীরভূম জেলার সংগঠন নিয়ে ভবিষ্যৎ কর্মসূচি (Mamata Banerjee will address Birbhum issue) তৈরি করতে বসবেন বলে মনে করা হচ্ছে ৷

গত শুক্রবারের সাংগঠনিক বৈঠকেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে, এ বার প্রত্যেক সপ্তাহেই জেলাগুলিকে নিয়ে আলাদা করে বসবেন তিনি । এরপর গত রবিবার তিনি বৈঠক করেছেন মুর্শিদাবাদ জেলা নিয়ে । ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে ওই জেলার নেতাদের সঙ্গে কথা বলেন তৃণমূল নেত্রী । এ বার আগামী শুক্রবার তিনি আরও একটি জেলা নিয়ে বৈঠক করতে পারেন বলে দলীয় সূত্রে খবর পাওয়া যাচ্ছে । যতদূর জানা যাচ্ছে, এ বার তিনি বৈঠক করতে পারেন তাঁর হাতে থাকা বীরভূম জেলার নেতাদের নিয়ে ।

মঙ্গলবার ওড়িশা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Odisha Visit)। বিকেলেই কলকাতা বিমানবন্দর থেকে ভুবনেশ্বরের উদ্দেশে রওনা দেবেন তিনি । মঙ্গলবার রাতে তাঁর ভুবনেশ্বরই থাকার কথা রয়েছে । এরপর বুধবার তিনি যাবেন পুরীতে । সেখানে জগন্নাথ মন্দিরে পুজোও দেবেন মুখ্যমন্ত্রী । এরপর বৃহস্পতিবার তাঁর ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে বৈঠকের কথা রয়েছে । এই বৈঠকের পর বৃহস্পতিবার দিনই তাঁর রাজ্যে ফেরার কথা ।

আরও পড়ুন:সাগরদিঘি অতীত, 'পঞ্চায়েত জয়ে'র জন্য ঝাঁপানোর নির্দেশ মমতার

যতদূর জানা যাচ্ছে, ওড়িশা থেকে ফিরেই একটি নির্দিষ্ট জেলাকে নিয়ে বসতে পারেন তৃণমূল সুপ্রিমো । যেহেতু বীরভূমে গিয়ে সেই জেলার সাংগঠনিক বিষয়গুলি দেখার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাই মনে করা হচ্ছে ওড়িশা থেকে ফিরে সবার আগে বীরভূমের নেতাদের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি । যতদূর জানা যাচ্ছে, কেষ্টবিহীন বীরভূমে তৃণমূল কংগ্রেসের জন্য লড়াই যে সহজ হবে না সে কথা ভালোই জানেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর সেই জায়গা থেকেই বীরভূমের সাংগঠনিক বৈঠকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন তিনি ।

এখনও পর্যন্ত যা খবর, যদি শুক্রবার তিনি আলাদা করে বীরভূমের সঙ্গে বৈঠক করেন, সে ক্ষেত্রে উপস্থিত থাকবেন জেলার দশ বিধায়ক এবং দুই সাংসদ । এ ক্ষেত্রে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে যাওয়ার আগে দল কীভাবে প্রস্তুত হবে, কী ধরনের কৌশল অবলম্বন করবে, সে বিষয়ে দিকনির্দেশ বা রূপরেখা তৈরি হতে পারে ।

ABOUT THE AUTHOR

...view details