পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Banerjee: ভোটার তালিকায় নাম না তুললে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে, সতর্কবার্তা মমতার - এনআরসি

বুধবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক সরকারি অনুষ্ঠানে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ সেখান থেকেই তিনি এনআরসি প্রসঙ্গ তোলেন৷ তাঁর দাবি, ভোটার তালিকায় নাম না তুললে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে ৷

Mamata Banerjee warns that if people don't register on voter list they will be sent to detention camp
Mamata Banerjee: ভোটার তালিকায় নাম না তুললে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে, সতর্কবার্তা মমতার

By

Published : Nov 23, 2022, 3:15 PM IST

কলকাতা, 23 নভেম্বর:নাগরিকত্ব (Citizenship Issue) প্রশ্নে রাজ্য রাজনীতি ফের উত্তাল । ঠিক তখন কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে পাট্টা প্রদান অনুষ্ঠানে রাজ্যবাসীকে অভয় দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নাগরিকত্ব প্রশ্নে তাঁর সরকার নাগরিকদের পাশেই রয়েছে বলে জানালেন তিনি । এদিন মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, ‘‘আপনাদের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে । আর এখন বলছে নাগরিকত্ব দেবে । এটা বলা মানে অসম্মান করা নয় ?’’

বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী ভোটার তালিকায় (Voters List) নাম বাদ দেওয়া প্রসঙ্গও টেনে আনেন । তিনি বলেন, ‘‘এখন ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে । এনআরসি (NRC)-র নাম করে কোথাও যাতে আপনাদের নাম কেটে দিতে না পারে, সেজন্য নিজেদের নাম ভোটার তালিকায় রয়েছে কি না, তা নিজে ভোট কেন্দ্রে গিয়ে দেখে নেবেন ।’’ একই সঙ্গে নিজের নামের পাশাপাশি পরিবারের সদস্যদের নাম রয়েছে, কি না তাও দেখার কথা জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান । এনআরসি নিয়ে অসমের প্রসঙ্গ স্মরণ করিয়ে দেন মুখ্যমন্ত্রী ।

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মমতার কথায়, ‘‘অসমে দেখেছিলেন কত মানুষ নাম বাদ দিয়েছিল । আমরা আন্দোলন গড়ে তুলেছিলাম । আবার পরিকল্পনা শুরু হয়েছে । নিজের নাম ভোটার লিস্টে তুলুন । কোনও ভুলভ্রান্তি থাকলে, তা ঠিক করুন । না হলে কাল বলে দেবে এনআরসি, আপনি ডিটেনশন ক্যাম্পে চলে যাবেন । আমরা এসব করতে দেব না । একটাই অনুরোধ দয়া করে ভোটার লিস্টে নামটা তুলবেন ।’’

নাগরিকত্ব নিয়ে বর্তমানে যেভাবে দোষারোপ ও পালটা দোষারোপের পালা চলছে সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ । মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘‘নিজের অধিকার নিজেকে বুঝে নিতে হয় । আর সেই জন্য নিজের অধিকার রক্ষা করতে হবে ।’’

উল্লেখ্য, এর আগে চলতি নভেম্বর মাসের 9 তারিখে নদিয়ার কৃষ্ণনগর থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী । নদিয়ায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি (BJP) আক্রমণ করে বলেছিলেন, ‘‘নির্বাচন এলে মনে পড়ে ক্যা (CAA)-এর কথা । ক্যা নিয়ে আপনাদের মধ্যে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা হচ্ছে । নির্বাচন এলেই তাদের মাথায় এনআরসি ঢোকে ।’’

এদিন উদ্বাস্তুদের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর বার্তা, ‘‘বাংলাদেশ থেকে কত মানুষ এসেছে । কষ্ট করে সংসার চালিয়েছেন । আজ আমি তাদের নিঃশর্ত জমির দলিল দিচ্ছি । কেন দিচ্ছি ? তারা জমি পাওয়ার অধিকার । যে যে জায়গায় উদ্বাস্তুরা যেখানে যেখানে বসে আছেন, তারা সবাই নিঃশর্ত জমির দলিল পাবেন । একটা জায়গা থেকেও উচ্ছেদ করতে দেব না ।’’

আরও পড়ুন:রাজনীতির নামে বাংলার বদনাম যারা করে, তাদের নাম বলতে লজ্জা লাগে, মমতার নিশানায় শুভেন্দু

ABOUT THE AUTHOR

...view details