কলকাতা, 23 নভেম্বর:নাগরিকত্ব (Citizenship Issue) প্রশ্নে রাজ্য রাজনীতি ফের উত্তাল । ঠিক তখন কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে পাট্টা প্রদান অনুষ্ঠানে রাজ্যবাসীকে অভয় দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নাগরিকত্ব প্রশ্নে তাঁর সরকার নাগরিকদের পাশেই রয়েছে বলে জানালেন তিনি । এদিন মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, ‘‘আপনাদের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে । আর এখন বলছে নাগরিকত্ব দেবে । এটা বলা মানে অসম্মান করা নয় ?’’
বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী ভোটার তালিকায় (Voters List) নাম বাদ দেওয়া প্রসঙ্গও টেনে আনেন । তিনি বলেন, ‘‘এখন ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে । এনআরসি (NRC)-র নাম করে কোথাও যাতে আপনাদের নাম কেটে দিতে না পারে, সেজন্য নিজেদের নাম ভোটার তালিকায় রয়েছে কি না, তা নিজে ভোট কেন্দ্রে গিয়ে দেখে নেবেন ।’’ একই সঙ্গে নিজের নামের পাশাপাশি পরিবারের সদস্যদের নাম রয়েছে, কি না তাও দেখার কথা জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান । এনআরসি নিয়ে অসমের প্রসঙ্গ স্মরণ করিয়ে দেন মুখ্যমন্ত্রী ।
মমতার কথায়, ‘‘অসমে দেখেছিলেন কত মানুষ নাম বাদ দিয়েছিল । আমরা আন্দোলন গড়ে তুলেছিলাম । আবার পরিকল্পনা শুরু হয়েছে । নিজের নাম ভোটার লিস্টে তুলুন । কোনও ভুলভ্রান্তি থাকলে, তা ঠিক করুন । না হলে কাল বলে দেবে এনআরসি, আপনি ডিটেনশন ক্যাম্পে চলে যাবেন । আমরা এসব করতে দেব না । একটাই অনুরোধ দয়া করে ভোটার লিস্টে নামটা তুলবেন ।’’