পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Fights for Manipur: বিরোধী নেতারা রাজি হলে মুখ্যমন্ত্রীদের প্রতিনিধি দল নিয়ে মণিপুর যেতে চান মমতা

Mamata Banerjee Fights for Manipur: বিরোধী দলের নেতারা রাজি হলে মুখ্যমন্ত্রীদের প্রতিনিধি দল নিয়ে মণিপুর যেতে চান মমতা বন্দ্যোপাধ্যায় ৷ একুশে জুলাইয়ের মঞ্চ থেকে এ কথাই জানালেন তিনি ৷

Mamata Fights for Manipur
Mamata Fights for Manipur

By

Published : Jul 21, 2023, 7:22 PM IST

Updated : Jul 21, 2023, 11:07 PM IST

কলকাতা, 21 জুলাই: অতীতেই মণিপুর যেতে চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং ভারতীয় সেনার কাছে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । চেয়েছিলেন মণিপুরের শান্তি প্রক্রিয়ায় অংশ নিতে । যদিও সেই চিঠির উত্তর আসে প্রায় দুমাস বাদে । আরও একবার মণিপুর যাওয়ার বিষয়ে ইচ্ছা প্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী । তবে এ বার তিনি একা যেতে চান না । বরং তিনি যেতে চান বিরোধী মুখ্যমন্ত্রীদের একটা প্রতিনিধি দলের অংশ হয়ে । ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে তাঁর কথা হয়েছে । শুক্রবার একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই এ কথা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

কথা কেজরির সঙ্গে: প্রসঙ্গত, গতকাল একুশের প্রস্তুতি দেখতে এসেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, চিনি চান বিরোধী মুখ্যমন্ত্রীদের একটি প্রতিনিধি দল মণিপুর যাক । এ দিন একই বিষয়ের পুনরাবৃত্তি একুশের সভা থেকে শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় । সঙ্গে তাঁর সংযোজন এই বিষয়ে তাঁর সঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কথা হয়েছে । যদি জোটের নেতৃত্ব রাজি হয়, এ ক্ষেত্রে মুখ্যমন্ত্রীদের একটি প্রতিনিধি দল মণিপুর যাক এটাই চান তিনি । এ ক্ষেত্রে তাঁরা বিভিন্ন ক্যাম্পে গিয়ে মানুষের সঙ্গে কথা বলতে চান ।

এ দিন এই প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বলেন, "এটা নিয়ে আমার অরবিন্দের সঙ্গে কথাও হয়েছে । আমরা ওখানে ক্যাম্পে গিয়ে মানুষের সঙ্গে কথা বলতে চাই । বলতে চাই, সারা দেশ আপনাদের পাশে রয়েছে । সকলে রাজি থাকলে আমরা 'ইন্ডিয়া'র মুখ্যমন্ত্রীরা মণিপুরে যাব ।"

এ দিন আগাগোড়াই মণিপুর নিয়ে সরব ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী । যেভাবে মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে প্রকাশ্য রাস্তায় হাঁটানো হয়েছে, তা নিয়ে সরব হতে দেখা যায় বাংলার অগ্নিকন্যাকে ।

আরও পড়ুন:একুশে জুলাইয়ে ধর্মতলায় জনস্রোত, কী বার্তা দিলেন মমতা-অভিষেক ? দেখে নিন একনজরে

তিনি বলেন, "বেটি বাঁচাও স্লোগান কোথায় গেল ? বেটি জ্বলছে । মণিপুর জ্বলছে, গোটা দেশ জ্বলছে । কুস্তিবীরদেরও তাই হয়েছে । বিলকিস কাণ্ডেও তাই হয়েছে । ধর্ষকদের জামিনের ব্যবস্থা করে দিয়েছেন ।"

বিজেপিকে তোপ: এ দিন মণিপুরের মানুষের পাশে থাকার বার্তাও দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী । তিনি বলেন, "বাংলা ও ইন্ডিয়ার পক্ষ থেকে আমরা মণিপুরের মানুষকে সলিডারিটি জানাই । বেটি বাঁচাও স্লোগান কোথায় গেল বিজেপি ? বিলকিসের উপর যারা অত্যাচার করেছিল তাদের ছেড়ে দিয়েছেন । বক্সারদের অভিযোগকে গুরুত্ব দিলেন না ।" মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, আগামীর ভোটে মহিলারা বিজেপিকে ছুড়ে ফেলে দেবে ।

Last Updated : Jul 21, 2023, 11:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details