কলকাতা, 21 জুলাই: অতীতেই মণিপুর যেতে চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং ভারতীয় সেনার কাছে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । চেয়েছিলেন মণিপুরের শান্তি প্রক্রিয়ায় অংশ নিতে । যদিও সেই চিঠির উত্তর আসে প্রায় দুমাস বাদে । আরও একবার মণিপুর যাওয়ার বিষয়ে ইচ্ছা প্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী । তবে এ বার তিনি একা যেতে চান না । বরং তিনি যেতে চান বিরোধী মুখ্যমন্ত্রীদের একটা প্রতিনিধি দলের অংশ হয়ে । ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে তাঁর কথা হয়েছে । শুক্রবার একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই এ কথা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ।
কথা কেজরির সঙ্গে: প্রসঙ্গত, গতকাল একুশের প্রস্তুতি দেখতে এসেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, চিনি চান বিরোধী মুখ্যমন্ত্রীদের একটি প্রতিনিধি দল মণিপুর যাক । এ দিন একই বিষয়ের পুনরাবৃত্তি একুশের সভা থেকে শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় । সঙ্গে তাঁর সংযোজন এই বিষয়ে তাঁর সঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কথা হয়েছে । যদি জোটের নেতৃত্ব রাজি হয়, এ ক্ষেত্রে মুখ্যমন্ত্রীদের একটি প্রতিনিধি দল মণিপুর যাক এটাই চান তিনি । এ ক্ষেত্রে তাঁরা বিভিন্ন ক্যাম্পে গিয়ে মানুষের সঙ্গে কথা বলতে চান ।
এ দিন এই প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বলেন, "এটা নিয়ে আমার অরবিন্দের সঙ্গে কথাও হয়েছে । আমরা ওখানে ক্যাম্পে গিয়ে মানুষের সঙ্গে কথা বলতে চাই । বলতে চাই, সারা দেশ আপনাদের পাশে রয়েছে । সকলে রাজি থাকলে আমরা 'ইন্ডিয়া'র মুখ্যমন্ত্রীরা মণিপুরে যাব ।"