কলকাতা, 21 নভেম্বর: বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্বপ্ন দেখেছিলেন দিঘাতেও (Digha) তৈরি হবে পুরীর (Puri) মতো জগন্নাথ মন্দির (Jagannath Temple) ৷ ইতিমধ্যেই দিঘায় সেই মন্দির নির্মাণের কাজ শুরু হয়ে গিয়েছে ৷ আর সোমবার মমতা জানালেন, তিনি চান কলকাতাতেও (উত্তপ্রদেশের বারাণসীর মতো) হোক গঙ্গারতি (Ganga Aarti) ! এর জন্য কলকাতার প্রিন্সেপ ঘাট (James Prinsep Ghat) সংস্কার করারও নির্দেশ দেন তিনি ৷ ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছে, চব্বিশের সাধারণ নির্বাচনের (General Election 2024) কথা মাথায় রেখেই এই মন্তব্য করেছেন তৃণমূল সুপ্রিমো ৷
রবিবার রাজ্যের স্বাস্থ্য পরিষেবা (West Bengal Health SErvice) নিয়ে একটি পর্যালোচনা বৈঠক (Review Meeting) করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ সেই বৈঠকের মধ্যেই বেশ কিছু বিষয় নিয়ে ক্ষোভ উগড়ে দেন তিনি ৷ কাঠগড়ায় তোলেন সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের আধিকারিকদের ৷ মমতা বলেন, ওখানে পৌষমেলা হয় ৷ তাই দ্রুত প্রিন্সেপ ঘাট সংস্কার করতে হবে ৷ মুখ্যমন্ত্রীর কথায়, "খুব খারাপ লাগে ৷ এ যেন বাচ্চা ছেলে ! রোজ, রোজ ললিপপ ধরিয়ে দিতে হবে হাতে ! বারবার কেন ললিপপ ধরিয়ে দেওয়ার মতো করে সবকিছু মনে করিয়ে দিতে হবে ? মন্ত্রী, জনপ্রতিনিধি, সরকার পরিবর্তন হয় ৷ কিন্তু আধিকারিকদের দায়িত্ব একই থাকে ৷ 'পলিসি' চেঞ্জ হয় না ৷"