কলকাতা, 10 জানুয়ারি: লোকসভার নির্বাচন ঘোষণা হয়নি এখনও। তবে আজ, বুধবার থেকেই জেলা ধরে ধরে বৈঠক শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দিন মমতা বন্দ্যোপাধ্যায় বসে ছিলেন পশ্চিম মেদিনীপুর নিয়ে। জেলার নেতাদের একাংশ তৃণমূল সাংসদ দেবকে নিয়ে মাঝেমধ্যেই ইতিউতি নানা কথা বললেও এখনও ঘাটালের সাংসদ দীপক অধিকারী অর্থাৎ দেবের ওপরই আস্থা দেখালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
একইসঙ্গে তিনি জানিয়ে দিলেন দেব দলের সম্পদ। আর এর থেকেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে আবার পশ্চিম মেদিনীপুরের ঘাটাল আসনে প্রার্থী হতে চলেছেন চলচ্চিত্র অভিনেতা দীপক অধিকারী অর্থাৎ দেব। এদিন যেভাবে দলনেত্রী তাঁর ভূয়সী প্রশংসা করেছেন তাতে দেবের আরও একবার টিকিট পাওয়া একরকম নিশ্চিত। পশ্চিম মেদিনীপুরের দু'টি লোকসভা আসন ঘাটাল এবং মেদিনীপুর। মেদিনীপুরে এই মুহূর্তে রয়েছে বিজেপির সাংসদ। একইসঙ্গে এবার ঘাটালেও তৃণমূলকে শক্ত লড়াইয়ের সামনে পড়তে হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।
আর সেই জায়গা থেকে এদিনের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। এদিন দলের বৈঠকে সাংসদ-বিধায়কদের পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা ব্লক ও সাংগঠনিক স্তরের নেতা এবং জনপ্রতিনিধিরা। সকলের উদ্দেশ্যই কড়া বার্তা মমতার। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জেলার নেতাদের দ্বন্দ্ব মিটিয়ে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন। হাতে সময় কম, কাজেই পারস্পরিক ক্ষোভ-বিক্ষোভ দূরে সরিয়ে ঐক্যবদ্ধ লড়াইয়ের কথা বলেছেন তিনি।