পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সুপ্রিমোর গলায় দেবের ভৃয়সী প্রশংসা, ঘাটালে তৃণমূলের প্রার্থী সম্ভবত অভিনেতাই! - Mamata Banerjee

Mamata Banerjee: কালীঘাটের বৈঠকে যেভাবে দলনেত্রী দেবের ভূয়সী প্রশংসা করেছেন তাতে লোকসভায় দেবের আরও একবার টিকিট পাওয়া একরকম নিশ্চিত। জেলার নেতাদের একাংশ তৃণমূল সাংসদ দেবকে নিয়ে মাঝেমধ্যেই ইতিউতি নানা কথা বললেও এখনও ঘাটালের সাংসদ দীপক অধিকারী অর্থাৎ দেবের ওপরই আস্থা দেখালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

আবারও কি লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবrat
Mamata Banerjee

By ETV Bharat Bangla Team

Published : Jan 10, 2024, 10:56 PM IST

কলকাতা, 10 জানুয়ারি: লোকসভার নির্বাচন ঘোষণা হয়নি এখনও। তবে আজ, বুধবার থেকেই জেলা ধরে ধরে বৈঠক শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দিন মমতা বন্দ্যোপাধ্যায় বসে ছিলেন পশ্চিম মেদিনীপুর নিয়ে। জেলার নেতাদের একাংশ তৃণমূল সাংসদ দেবকে নিয়ে মাঝেমধ্যেই ইতিউতি নানা কথা বললেও এখনও ঘাটালের সাংসদ দীপক অধিকারী অর্থাৎ দেবের ওপরই আস্থা দেখালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

একইসঙ্গে তিনি জানিয়ে দিলেন দেব দলের সম্পদ। আর এর থেকেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে আবার পশ্চিম মেদিনীপুরের ঘাটাল আসনে প্রার্থী হতে চলেছেন চলচ্চিত্র অভিনেতা দীপক অধিকারী অর্থাৎ দেব। এদিন যেভাবে দলনেত্রী তাঁর ভূয়সী প্রশংসা করেছেন তাতে দেবের আরও একবার টিকিট পাওয়া একরকম নিশ্চিত। পশ্চিম মেদিনীপুরের দু'টি লোকসভা আসন ঘাটাল এবং মেদিনীপুর। মেদিনীপুরে এই মুহূর্তে রয়েছে বিজেপির সাংসদ। একইসঙ্গে এবার ঘাটালেও তৃণমূলকে শক্ত লড়াইয়ের সামনে পড়তে হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

আর সেই জায়গা থেকে এদিনের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। এদিন দলের বৈঠকে সাংসদ-বিধায়কদের পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা ব্লক ও সাংগঠনিক স্তরের নেতা এবং জনপ্রতিনিধিরা। সকলের উদ্দেশ্যই কড়া বার্তা মমতার। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জেলার নেতাদের দ্বন্দ্ব মিটিয়ে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন। হাতে সময় কম, কাজেই পারস্পরিক ক্ষোভ-বিক্ষোভ দূরে সরিয়ে ঐক্যবদ্ধ লড়াইয়ের কথা বলেছেন তিনি।

27 মে 2023 পশ্চিম মেদিনীপুরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছিল, জুন খুব পপুলার মেয়ে সুজয় তুমি এমন কোনও আচরণ করবে না যাতে ও আঘাত পায়। সূত্রের খবর, আজ কালীঘাটের সাংগঠনিক বৈঠকেও জেলার সাংগঠনিক সভাপতি সুজয় হাজরার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছে মেদনীপুরের বিধায়ক জুন মালিয়ার সঙ্গে সংযোগ বজায় রেখে কাজ করার কথা। সঙ্গে ব্লক থেকে শুরু করে জেলা ছোট, মাঝারি এবং বড় নেতারা কীভাবে কাজ করছেন তার খুঁটিনাটি তথ্য যে দলের কাছে রয়েছে তাও এদিন তুলে ধরেন তৃণমূল নেত্রী।

দলের তরফে যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, অনেকেই দায়িত্ব ঠিকমতো পালন করছেন না বলে এদিন উষ্মা প্রকাশ করেছেন নেত্রী। সূত্রের খবর, এদিন দলনেত্রী প্রশ্ন তুলেছেন খড়গপুরে কেন এখনও দলের কার্যালয়ে তৈরি করা গেল না। এদিন এই নিয়ে প্রশ্নের মুখে পড়েন দিনেন রায়। এদিন কেশিয়াড়ির ব্লক সভাপতি সুনাথ হাজরাকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। খড়গপুর 2 এ দলের নেতাদের কাজে খুশি নন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে মেদিনীপুর পৌরসভা নিয়ে যে সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধানের জন্য দলের প্রবীণ নেতা মানস ভুঁইয়া এবং সুজয় হাজরাকে একসঙ্গে মিলেই বিষয়টি দেখার নির্দেশ দিয়েছেন ৷

আরও পড়ুন:

  1. বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে অভিষেক
  2. নবীন-প্রবীণ দ্বন্দ্ব মেটানোর দায়িত্ব অভিষেককেই দিলেন মমতা
  3. মশাটে বোমা বিস্ফোরণে আহত নাবালক, শুভেন্দুর নিশানায় 'ডায়মন্ড হারবার মডেল'

ABOUT THE AUTHOR

...view details