কলকাতা, 7 মে:বরাবরই তিনি 'বি অ্যাওয়ার' তাঁর স্বাস্থ্য নিয়ে ৷ সর্বদাই নিজেকে ফিট রাখেন তিনি ৷ তিনি যখন হাঁটেন, তাঁর সঙ্গে পেরে ওঠা দায় ৷ যে কোনও মিটিং, মিছিল বা জনসভা তৃণমূল সুপ্রিমো সর্বদায় দ্রুত হাঁটেন ৷ তিনি যে নিয়মিত ট্রেডমিলে হাঁটেন, সে কথাও বহুবার নিজ মুখেই জানিয়েছেন। রবিবার মুখ্যমন্ত্রীর এক শরীরচর্চার ভিডিয়ো প্রকাশ্যে এল। তাতে দেখা যাচ্ছে, ট্রেডমিলে হাঁটছেন মমতা। তাঁর কোলে রয়েছে একটি বিদেশি পাপ্পি ৷
ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভিডিয়োটি শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী নিজেই ৷ যেখানে দেখা যাচ্ছে কুকুরছানাটিও মুখ্যমন্ত্রীর দিকে ঠায় তাকিয়ে ট্রেডমিল উপভোগ করছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের শরীরচর্চার এই ভিডিয়োটি বেশ ভাইরাল হয়েছে। কুকুরছানাকে কোলে নিয়ে ট্রেডমিলে হাঁটার সময় মুখ্যমন্ত্রীর পরনে রয়েছে সেই চেনা সাদা শাড়ি। তাতে সবুজ পাড় দেওয়া ৷ সাধারণত শাড়ি পরে সেভাবে কাউকেই ট্রেডমিলে হাঁটতে দেখা যায় না। এক্ষেত্রেও তিনি যে কতটা ফিট, তা আরও একবার বুঝিয়ে দিলেন মমতা।