পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Banerjee: বিদেশি কুকুরছানা কোলে ট্রেডমিলে মমতা! দেখুন ভিডিয়ো - মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রী সর্বদাই স্বাস্থ্য নিয়ে সচেতন ৷ তিনি যে শুধু নিজে অ্যাওয়ার তা নয়, সকলকেই সর্বদা সাবধান থাকতে বলেন শরীর স্বাস্থ্য নিয়ে ৷ মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার ইনস্টাতে একটি ভিডিয়ো শেয়ার করেছেন ৷ তাতে দেখা যাচ্ছে তিনি ট্রেডমিলে হাঁটছেন ৷ আর হাতে একটি বাচ্চা ডগি ৷ ওই পাপ্পিটিও অদ্ভূতভাবে তাঁর দিকে তাকিয়ে রয়েছে ৷ দেখে নিন সেই ভিডিয়ো ৷

Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : May 7, 2023, 4:59 PM IST

Updated : May 7, 2023, 7:27 PM IST

কলকাতা, 7 মে:বরাবরই তিনি 'বি অ্যাওয়ার' তাঁর স্বাস্থ্য নিয়ে ৷ সর্বদাই নিজেকে ফিট রাখেন তিনি ৷ তিনি যখন হাঁটেন, তাঁর সঙ্গে পেরে ওঠা দায় ৷ যে কোনও মিটিং, মিছিল বা জনসভা তৃণমূল সুপ্রিমো সর্বদায় দ্রুত হাঁটেন ৷ তিনি যে নিয়মিত ট্রেডমিলে হাঁটেন, সে কথাও বহুবার নিজ মুখেই জানিয়েছেন। রবিবার মুখ্যমন্ত্রীর এক শরীরচর্চার ভিডিয়ো প্রকাশ্যে এল। তাতে দেখা যাচ্ছে, ট্রেডমিলে হাঁটছেন মমতা। তাঁর কোলে রয়েছে একটি বিদেশি পাপ্পি ৷

ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভিডিয়োটি শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী নিজেই ৷ যেখানে দেখা যাচ্ছে কুকুরছানাটিও মুখ্যমন্ত্রীর দিকে ঠায় তাকিয়ে ট্রেডমিল উপভোগ করছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের শরীরচর্চার এই ভিডিয়োটি বেশ ভাইরাল হয়েছে। কুকুরছানাকে কোলে নিয়ে ট্রেডমিলে হাঁটার সময় মুখ্যমন্ত্রীর পরনে রয়েছে সেই চেনা সাদা শাড়ি। তাতে সবুজ পাড় দেওয়া ৷ সাধারণত শাড়ি পরে সেভাবে কাউকেই ট্রেডমিলে হাঁটতে দেখা যায় না। এক্ষেত্রেও তিনি যে কতটা ফিট, তা আরও একবার বুঝিয়ে দিলেন মমতা।

আরও পড়ুন:অমর্ত্যর বাড়ি ভাঙার চেষ্টা হলে ধরনায় বসার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ট্রেডমিলে হাঁটার সময় অনেকেই সাধারণত গান শোনেন। কিন্তু রবিবার মুখ্যমন্ত্রী যে ভিডিয়োটি পোস্ট করলেন, তাতে দেখা গেল পোষ্যের সঙ্গে সময় কাটাতে। পোষ্যকে সঙ্গে নিয়ে ট্রেডমিলে বেশ মেজাজেই যে সময় কাটিয়েছেন মুখ্যমন্ত্রী, তা ভিডিয়োটি দেখলেই টের পাওয়া যাবে। যদিও পালটা মুখ্যমন্ত্রীর দিকে ওই কুকুরছানাটিও তাকিয়ে রয়েছে ৷ ভিডিয়োটির ক্যাপশনে মুখ্যমন্ত্রী লিখেছেন, "কোনও কোনও দিন বাড়তি অনুপ্রেরণারও দরকার।" স্বাস্থ্য নিয়ে এর আগে অনেক সময়ই দলের নেতা-কর্মীদেরও শরীরচর্চার পরামর্শ দিতে দেখা গিয়েছে মমতাকে।

উল্লেখ্য, ফেসবুক, টুইটারের পাশাপাশি ইনস্টাগ্রামেও বেশ জনপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়। ইনস্টাগ্রামে তাঁর অনুরাগীর সংখ্যা 2 লক্ষ 19 হাজারের কাছাকাছি। সেই সোশাল মাধ্যমে এবার এক অন্য মেজাজে পাওয়া গেল মুখ্যমন্ত্রীকে। এমন অবতারে তাঁকে এর আগে সম্ভবত পাননি তাঁর অনুরাগীরা ৷

Last Updated : May 7, 2023, 7:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details