কলকাতা, 26 জানুয়ারি : 72 তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে রাজভবনে চা চক্র । আর এই চা চক্রে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আমন্ত্রিত ছিলেন অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও । রাজ্যপালের আমন্ত্রণকে সম্মান জানিয়ে বিকেল রাজভবনে যান মুখ্যমন্ত্রী । চা-চক্রের মাঝে বেশ কিছুক্ষণ কথা বলেন রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী ।
রাজ্য রাজনীতে রাজ্য-রাজ্যপাল সংঘাতের যে বাতাবরণ দেখতে আমরা অভ্যস্ত, তা থেকে আজকের ছবিটা অনেকটাই আলাদা । আজ আর কোনও টুইটবাণ নেই । কোনও প্রতিক্রিয়া-পালটা প্রতিক্রিয়া নেই । সাধারণতন্ত্র দিবসের বিকেলে রাজভবনের প্রাঙ্গনে ধরা পড়ল সৌজন্যের ছবি । ধরা পড়ল প্রশাসনিক প্রধান ও সাংবিধানিক প্রধানের সৌজন্য । বর্তমান রাজ্য রাজনীতির প্রেক্ষিতে দেখতে গেলে কিছুটা রাজনৈতিক সৌজন্যও বটে ।