পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্যপালের ডাকে সাড়া, রাজভবনের চা চক্রে মমতা - রাজভবনে মমতা

আজ বিকেলে রাজভবনে চা চক্রের আয়োজন করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । রাজ্যপালের আমন্ত্রণে রাজভবনের চা চক্রে আজ উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীও ।

জগদীপ ধনকড় ও মমতা বন্দ্যোপাধ্যায়
জগদীপ ধনকড় ও মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Jan 26, 2021, 9:14 PM IST

কলকাতা, 26 জানুয়ারি : 72 তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে রাজভবনে চা চক্র । আর এই চা চক্রে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আমন্ত্রিত ছিলেন অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও । রাজ্যপালের আমন্ত্রণকে সম্মান জানিয়ে বিকেল রাজভবনে যান মুখ্যমন্ত্রী । চা-চক্রের মাঝে বেশ কিছুক্ষণ কথা বলেন রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী ।

রাজ্য রাজনীতে রাজ্য-রাজ্যপাল সংঘাতের যে বাতাবরণ দেখতে আমরা অভ্যস্ত, তা থেকে আজকের ছবিটা অনেকটাই আলাদা । আজ আর কোনও টুইটবাণ নেই । কোনও প্রতিক্রিয়া-পালটা প্রতিক্রিয়া নেই । সাধারণতন্ত্র দিবসের বিকেলে রাজভবনের প্রাঙ্গনে ধরা পড়ল সৌজন্যের ছবি । ধরা পড়ল প্রশাসনিক প্রধান ও সাংবিধানিক প্রধানের সৌজন্য । বর্তমান রাজ্য রাজনীতির প্রেক্ষিতে দেখতে গেলে কিছুটা রাজনৈতিক সৌজন্যও বটে ।

আরও পড়ুন :"কেন্দ্রের সংবেদনশীলতার অভাবেই" ট্রাক্টর ব়্যালিতে অশান্তি, টুইট মমতার

ভোটের মাসখানেক আগে এই ছবিতে অনেকে রাজনৈতিক পর্যবেক্ষক নতুন সমীকরণের ইঙ্গিত পাচ্ছেন । কারণ, এর আগে রাজ্যপালের চা-চক্র 'বয়কট' করার ইতিহাস রয়েছে মুখ্যমন্ত্রীর । রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকে আবার বলছেন, ইদানিং নীলবাড়িকে তোপ দেগে রাজ্যপালের ঘনঘন টুইট অনেকটাই কমেছে । এই পরিস্থিতিতে আজ রাজ্যপালের চা-চক্রের আমন্ত্রণে মুখ্যমন্ত্রীর রাজভবনে যাওয়া বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে ।

ABOUT THE AUTHOR

...view details