কলকাতা, 22 ডিসেম্বর: বড়দিনের আগে আচমকাই রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন নবান্ন থেকে বেরিয়ে বিকেল পৌনে চারটে নাগাদ রাজভবনে পৌঁছন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee visits Raj Bhavan before Christmas)। এই মুহূর্তে রাজভবনেই রয়েছেন তিনি। রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Ananda Bose) সঙ্গে মুখ্যমন্ত্রীর এই সাক্ষাৎ নেহাতই সৌজন্যের নাকি পিছনে রয়েছে অন্য অন্য কোনও কারণ, তা নিয়ে উৎসাহ তৈরি হয় রাজনৈতিকমহলে ৷
তবে ঘণ্টা দেড়েক পর রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জল্পনা দূর করেন মুখ্যমন্ত্রী ৷ মমতা বন্দ্যোপাধ্যায় জানান, নতুন বছর-ক্রিসমাসের আগে রাজ্যের সাংবিধানিক প্রধানের সঙ্গে সাক্ষাৎ তাঁর রেওয়াজর মধ্যেই পড়ে ৷ সেই রেওয়াজ মেনেই এদিন রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি ৷ এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই ৷ মুখ্যমন্ত্রী বলেন, "মেরি ক্রিসমাস আর হ্যাপি নিউ ইয়ার জানাতে এসেছিলাম ৷"