কলকাতা, 1 মার্চ: ফের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে ঢুঁ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মঙ্গলবারে পর বুধবারেও মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে পরীক্ষা কেন্দ্রে গেলেন মুখ্যমন্ত্রী ৷ মাধ্যমিক মানেই ছাত্র-ছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষা । দুরুদুরু বুকে জীবনের প্রথম বড় পরীক্ষা দিচ্ছেন লক্ষ লক্ষ পরীক্ষার্থী । তাঁদের সুবিধা-অসুবিধার কথা মাথায় রেখে গোটা রাজ্যেই নানা উদ্যোগ নিয়েছে প্রশাসন ।
এমনকী কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে সদা সতর্ক রয়েছে পুলিশ । এই অবস্থায় ব্যবস্থাপনা খতিয়ে দেখতে নিয়ম করে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় । গতকাল তিনি গিয়েছিলেন ভবানীপুর গার্লস স্কুলে । বুধবার ছিল মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা । এদিন ভবানীপুরের ইউনাইটেড মিশনারি গার্লস হাইস্কুলে (United Missionary Girls High School) পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী । নবান্নে যাওয়ার আগে, হঠাৎ সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী । যে পথ দিয়ে ছাত্রছাত্রীরা ভিতরে ঢুকছিলেন সেখানেই ছাত্রছাত্রীদের সঙ্গে দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বলেন তিনি । তাঁদের উৎসাহিত করেন । একইসঙ্গে জানার চেষ্টা করেন পরীক্ষার সময় কোনও অসুবিধা হচ্ছে কি না । মুখ্যমন্ত্রীকে পরীক্ষা দেওয়ার সময় স্কুলের গেটে পেয়ে আপ্লুত ছাত্র-ছাত্রীরা ।