কলকাতা, 16 এপ্রিল : শনিবার বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভা নির্বাচনে তৃণমূলের জয়ের পর কালীঘাট মন্দিরে পুজো দিলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন বিকেল পাঁচটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে সরাসরি কালীঘাট মন্দিরে আসেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee Visits Kalighat Temple ) ৷ সেখানে পুজো দেন তিনি ৷ এদিন দুই কেন্দ্রে জয়ের জন্য ভোটারদের ধন্যবাদ দেন তিনি ৷
Mamata Banerjee Visits Kalighat Temple : উপনির্বাচনে জয়ের পর কালীঘাট মন্দিরে মমতা, কটাক্ষ বিরোধীদের - Mamata Banerjee criticises oppositions
দুই কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের জয়ে খুশি মমতা কটাক্ষ করলেন বিরোধীদের (Mamata Banerjee criticises oppositions) ৷
আরও পড়ুন :বিদ্বেষ-মুক্ত ভারত গড়ার পথ দেখাল আসানসোল-বালিগঞ্জ, টুইট অভিষেকের
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "মানুষের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ ৷ এই আশীর্বাদ ও দোয়া আমাদের আরও ভালভাবে কাজ করতে উৎসাহিত করবে ৷ সিপিএম, বিজেপি, কংগ্রেসের এত কুৎসা ও অপপ্রচার সত্ত্বেও মানুষের এই বিশ্বাস ও আস্থাই আমাদের বড় ভরসা ৷ মানুষকে ধন্যবাদ ৷" আসানসোলে তৃণমূলের জয়ের প্রসঙ্গে তিনি বলেন, "তৃণমূলের জন্মলগ্নের পর এই প্রথম আমরা আসানসোলে জিতলাম ৷ রেকর্ড ভোটে আমরা জিতেছি ৷ সেখানকার মানুষকে ধন্যবাদ ৷" মুখ্যমন্ত্রী এদিন বার্তা দিয়ে বলেন, "আমি রাজ্যের ও দেশের সাধারণ মানুষকে বলব বিশ্বাস রাখুন আমাদের উপর, ভরসা রাখুন ৷ কোনও প্ররোচনায় পা দেবেন না ৷ কেউ যাতে ভুয়ো ঘটনা দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি না ছড়ায় সেদিকে লক্ষ্য রাখুন "