কলকাতা, 8 নভেম্বর: আসন্ন কালীপুজো এবং দীপাবলিতে সাধারণ মানুষকে সবুজ বাজি ব্যবহারের অনুরোধ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বুধবার জানবাজার, শেক্সপিয়ার সরণি এবং ভবানীপুরের ভেনাস ক্লাবের পুজো উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেখান থেকেই তিনি রাজ্যবাসীকে অনুরোধ করেন সবুজ বাজি ব্যবহারের জন্য ৷
এদিন মুখ্যমন্ত্রী বলেন,"সবুজ বাজি তৈরির জন্য রাজ্যে বিশেষ ক্লাস্টার গঠন করা হয়েছে, সেখানেই বাজি কারখানা ও দোকান খোলার সুযোগ পাবেন ব্যবসায়ীরা।" এই প্রসঙ্গে বলতে গিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন,"সবসময় আমাদের মাথায় রাখতে হবে, উত্সব যেন কারও প্রাণ কেড়ে না নেয় । বাজি পোড়াতে গিয়ে কাউকে যেন অকালে চলে যেতে না হয় । শব্দ আর আতশবাজি প্রাণ কেড়ে নিতে পারে। কিন্তু সবুজ বাজি প্রাণ কেড়ে নেয় না। মানুষের যাতে প্রাণ না যায়, সে দিকে সবার নজর রাখা উচিত। কেন না, টাকা আয় করতে গিয়ে যদি প্রাণই চলে যায়, তাহলে সেই টাকা কে ভোগ করবে ?"
এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্য সরকার জেলায়-জেলায় সবুজ বাজি তৈরির জন্য ক্লাস্টার তৈরি করছে সেখানেই তৈরি হচ্ছে বাজি। সরকারের মতো সাধারণ মানুষকে এই সবুজ বাজির উপরই ভরসা রাখার জন্য অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। বুধবার বিকালে জানবাজারে কালীপুজোর উদ্বোধন মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন, মেয়র ফিরহাদ হাকিম, লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহা, নয়না বন্দ্যোপাধ্যায়।