পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Duttapukur Blast: দত্তপুকুর বিস্ফোরণে সাসপেন্ড দুই পুলিশ আধিকারিক, মন্ত্রিসভার বৈঠকেই নির্দেশ মুখ্যমন্ত্রীর - দত্তপুকুরে বিস্ফোরণ

Mamata Banerjee is angry over Duttapukur Blast: উত্তর 24 পরগনার দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় রবিবার সকালে বিস্ফোরণ হয় ৷ ওই বিস্ফোরণে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে ৷ হাসপাতালে এখনও অনেকে চিকিৎসাধীন ৷ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তার পর সাসপেন্ড করা হয় নীলগঞ্জে ফাঁড়ির ওসি ও দত্তপুকুরের আইসিকে ৷

Duttapukur Blast
Duttapukur Blast

By ETV Bharat Bangla Team

Published : Aug 28, 2023, 7:14 PM IST

Updated : Aug 28, 2023, 11:06 PM IST

কলকাতা, 28 অগস্ট: দত্তপুকুরে বিস্ফোরণের ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সোমবার মন্ত্রিসভার বৈঠকে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন বলে সূত্রের খবর ৷ ওই সূত্র জানাচ্ছে যে বেআইনি বাজি কারখানা বন্ধ করতে না পারার বিষয়ে তিনি পুলিশের উপরই বেশি ক্ষুব্ধ ৷ তাই মন্ত্রিসভার বৈঠক থেকেই তিনি নীলগঞ্জ ফাঁড়ির ওসি ও দত্তপুকুর থানার আইসিকে সাসপেন্ডের নির্দেশ দেন ৷

উল্লেখ্য, রবিবার সকালে উত্তর 24 পরগনার দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ হয় ৷ বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে ওই বিস্ফোরণে ৷ হাসপাতালে এখনও চিকিৎসাধীন অনেকে ৷ এই ঘটনায় প্রশ্নের মুখে বেআইনি বাজি কারখানা বন্ধ নিয়ে রাজ্যের পুলিশ ও প্রশাসনের সদিচ্ছা ? তাই এই ইস্যুতে সরকারের বিরুদ্ধে সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা ৷

এই পরিস্থিতিতে সোমবার দুপুরে রাজ্য বিধানসভায় মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয় । এই বৈঠকে দত্তপুকুরের বিস্ফোরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী । তারপরেই কালক্ষেপ না করেই মন্ত্রিসভার বৈঠক থেকেই উত্তর 24 পরগনার নীলগঞ্জ ফাঁড়ির ওসি হিমাদ্রি ডোগরা ও দত্তপুকুর থানার আইসি মানস ঘোষকে সাসপেনশনের নির্দেশ দেন তিনি ।

সূত্রের খবর, দত্তপুকুরের ঘটনা নিয়ে এতটাই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী যে মন্ত্রিসভার বৈঠকেই তিনি বলেন, ‘‘কিছু কিছু পুলিশ টাকা তুলছে । নবান্নের তরফে বারবার সতর্ক করা সত্ত্বেও এটা চলছে । কিন্তু কেন ? রাজ্যের সমস্ত বেআইনি বাজি কারখানা আমি আগেই বন্ধ করার নির্দেশ দিয়েছিলাম । তার পরেও কীভাবে চলছে এই সমস্ত কারখানা ? দত্তপুকুরের ঘটনা কী করে ঘটল ? এর দায় কোনোভাবেই পুলিশ অস্বীকার করতে পারে না । আর সেই কারণেই আমি বলছি ওখানকার ওসি-আইসি-কে সাসপেন্ড করে দিন ।’’ মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরেই দুই অফিসারকে সাসপেন্ড করা হয় ।

আরও পড়ুন:বিস্ফোরণস্থলে এনআইএ, আইএসএফের ঘাড়েও দোষ চাপালেন পুলিশ সুপার

এদিকে দত্তপুকুরে বিস্ফোরণ নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল । বিরোধী রাজনৈতিক দলগুলি এনআইএ তদন্তের দাবি তুলছে । কিন্তু এই অবস্থায় নবান্নের প্রশ্নের মুখে উত্তর 24 পরগনার বারাসত পুলিশ জেলার সুপার ও উত্তর 24 পরগনার জেলা শাসক দু’জনেই । ইতিমধ্যেই নবান্নের তরফ থেকে দু’জনের কাছ থেকেই কীভাবে এই ঘটনা ঘটল, তা রিপোর্ট চাওয়া হয়েছে । এবং ঘটনার পর কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তাও জানাতে বলা হয়েছে নবান্নের তরফে । তাই আগামিদিনে এই আরও কড়া পদক্ষেপ সরকার করতে পারে বলে মনে করছে প্রশাসনিক মহল ৷

Last Updated : Aug 28, 2023, 11:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details