কলকাতা, ১৯ মে : বুথ ফেরত সমীক্ষার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সরাসরি BJP-র বিরুদ্ধে 'EVM চুরির' অভিযোগ তুলে মমতার দাবি, বুথ ফেরত সমীক্ষা (এগজ়িট পোল) আসলে একটি গল্প ।
এগজ়িট পোলের গল্প দিয়ে EVM বদলের ছক, টুইট মমতার - CM
এগজ়িট পোল আদতে একটি পরচর্চা মাত্র । কয়েক হাজার EVM পরিবর্তনের জন্য এই ছক, টুইট করে বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ।
আজই শেষ হল এবারের লোকসভা নির্বাচন । আগামী ২৩ মে ফলপ্রকাশ । সপ্তম পর্ব শেষ হতেই সংবাদমাধ্যম জুড়ে বুথ ফেরত সমীক্ষার তোড়জোড় । শুধু সাধারণ মানুষই নন, যেদিকে তাকিয়ে ছিল প্রতিটি রাজনৈতিক দলের নেতা, কর্মী, সমর্থকরা । বুথ ফেরত সমীক্ষার প্রাথমিক ইঙ্গিত, এবারেও ক্ষমতায় আসছেন BJP নেতৃত্বাধীন NDA জোট । আর তখনই টুইট করলেন মমতা । বললেন, 'এগজ়িট পোল আদতে একটি পরচর্চা মাত্র । কয়েক হাজার EVM পরিবর্তনের জন্য এই ছক ।'
মমতা আরও লিখেছেন, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে একজোট হতে হবে । সকল বিরোধী দলকে একজোট হওয়ার জন্য আহ্বানও জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।