কলকাতা, ১৫ অগাস্ট: 74তম স্বাধীনতা দিবসে রাজ্য ও দেশের মানুষকে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজ কোরোনা পরিস্থিতির মধ্যে দেশের নানা প্রান্তের পাশাপাশি কলকাতাতেও যথাযথ সুরক্ষাবিধি মেনে স্বাধীনতা দিবস পালন করা হয় । সকাল থেকেই প্রয়োজনীয় সুরক্ষা মেনেই রেড রোডে নেওয়া হয় প্রস্তুতি । তার আগে টুইট করে রাজ্য-দেশের মানুষকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী ।
তিনি লেখেন, "দেশের সকল ভাই-বোনকে স্বাধীনতার দিবসের শুভেচ্ছা । দেশের স্বাধীনতার জন্য যাঁরা নিজেদের প্রাণ বলিদান দিয়েছেন তাঁদের কুর্নিশ জানাই । খুব কষ্ট করে স্বাধীনতা অর্জন করতে হয়েছে । এই দেশ যে ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল সেই নীতিগুলির সংরক্ষণের জন্য আমাদের অবশ্যই কাজ করা উচিত ।"