পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Trains Guns at PM Modi: 'নিজের নামে স্টেডিয়াম করিনি', বিজয়া সম্মিলনী থেকে মোদিকে তোপ মমতার - নরেন্দ্র মোদি

Mamata Banerjee trains guns at PM Modi: বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Mamata Banerjee trains guns at PM Modi
মোদিকে আক্রমণ মমতার

By ETV Bharat Bangla Team

Published : Nov 6, 2023, 7:59 PM IST

Updated : Nov 6, 2023, 8:32 PM IST

কলকাতা, 6 নভেম্বর:বিজয়া সম্মিলনী থেকে সোমবার নাম না-করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । এ দিন মুখ্যমন্ত্রীর নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের বিজয়া সম্মিলনীতে উপস্থিত ছিলেন তিনি । সেখানেই নাম না-করে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন মমতা । বললেন, "এত বছর রাজনীতি করেছি, এতবারের সাংসদ । চাইলে মোটা পেনশন পেতে পারতাম । আমি কিছুই নিইনি । নিজের নামে স্টেডিয়াম করিনি । রেললাইনও করিনি । তবু নানা কথা বলা হয় ।"

মুখ্যমন্ত্রী এ দিন বলেন, "মানুষের জীবন ক্ষণস্থায়ী । কাল আমি মরে গেলে দেখবেন যাঁরা আমাকে গালি দিচ্ছেন তাঁরাই আগে মালা নিয়ে ঢুকছেন । একটাকেও ঢুকতে দেবেন না । আজকে আমি বলে দিয়ে গেলাম । আমি জীবনে কারও দয়া নিয়ে মানুষ হইনি । কারও দয়া চাই না ।"

এরপর প্রধানমন্ত্রীর প্রসঙ্গ টেনে আনেন মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "দয়া চাই না, কারণ আমি নিজের নামে স্টেডিয়াম বানাই না । আমার পাবলিসিটির দরকার নেই । নিজের নামে ট্রেনলাইন করি না । আমি নিজের নামে কিছু চাই না । কারণ আমার প্রয়োজন নেই । এমনকি মা মাটি মানুষের নামেও রাজ্যে আমরা একটা স্কিম করিনি । বাবা মায়ের মৃত্যুর পর অনেকেই বলেছিল, যদি কিছু করা যায় । আমি বলেছি প্রয়োজন নেই । এমনটা তাঁরা কখনও চাইতেন না, আমিও চাই না । মানুষের মতো মানুষ হয়ে বেঁচে থাকতে পারলেই আর কিছু চাই না । আমি যতটা পারি ততটা করি ।"

আরও পড়ুন:'সন্দেহ যখন হয়েছে, তদন্ত করুক !' পৌরনিয়োগ দুর্নীতিতে ইডি তৎপরতা নিয়ে সুর নরম ফিরহাদের

100 দিনের প্রকল্প নিয়ে এ রাজ্যকে বঞ্চনার অভিযোগে এ দিন ফের কেন্দ্রকে একহাত নেন মুখ্যমন্ত্রী । বিজয়া সম্মিলনীর অবসরে তিনি বলেন, "এটা সরকারের বিষয় বলেই বলছি । উচিত কথায় 100 দিনের প্রকল্পের টাকা বন্ধ । একমাত্র পশ্চিমবঙ্গের । গরিব লোকগুলো কাজ করেছেন, তাঁদের টাকা দেওয়াটা বাধ্যতামূলক । তাও আজ পর্যন্ত পাননি । বাংলা আবাস যোজনা, বাংলা গ্রাম সড়ক যোজনা তার টাকাও বন্ধ । ঘরঘর মে জল কউন দেতাহে, ওহ নেতা দেতা হে । আমাদের টাকা নিয়ে আমাদের দিচ্ছে । ইলিশ মাছের তেলে মাছ ভাজা । আমাদের টাকা আমাদের দিয়ে ওরা বলে সব হামনে কর দিয়া । আপলোগ এক কাম করো না, আসমান কো ছুঁকে দেখো । ইসরো কিছু করলে ওরা বলে নিজেরা করেছে । দেশটা সবার । সারা পৃথিবী এখন একটা দেশ । আমি মুখ খুলতে চাই না দেশের ভূমিকা নিয়ে । যতই সমালোচনা করুন আমি মানুষকে ভালোবাসি আমার জন্মভূমিকে ভালোবাসি ।"

এ দিন মুখ্যমন্ত্রী আরও বলেন, "আজও আমি মুখ্যমন্ত্রী হিসেবে এক পয়সা মাইনে নিই না । কারও কাছ থেকে এক পয়সার চা কিনে খাইনি । এক লক্ষ পঁচিশ হাজার টাকা করে 11-12 বছর পেনশন পেতে পারতাম এক পয়সাও নেইনি । সেই টাকা নিলেই তো 40-50 কোটি টাকা জমে যেত । আমি যে এগুলো নিই না কেউ একবার স্বীকার করেছেন ! তবুও আমরা চোর । একটা ইন্ডিভিজুয়াল প্রবলেম নিয়ে....সবচেয়ে বড় চোর যারা আছে তারা মুখে দোকান লেপে বসে আছে ।"

এ দিন মুখ্যমন্ত্রী উপস্থিত সবার কাছে এর বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছেন । তিনি বলেন, "বাংলার মানুষের দাবি দাওয়া নিয়ে আপনারা লড়াই করবেন তো ! আমাদের পাশে থাকবেন তো !" রাজ্যে যখন প্রত্যেক মুহূর্তে দুর্নীতি নিয়ে শাসকদলের উপর চাপ বাড়ছে, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গ ও তাঁর সাধারণ জীবনযাপন মানুষের সামনে তুলে ধরে জনমত আদায়ের চেষ্টা করছেন বলে মনে করছে রাজনৈতিক মহল ।

আরও পড়ুন:রেশন বণ্টনে দুর্নীতি রুখতে সক্রিয় হয়েছে প্রযুক্তির ব্যবহার, জানালেন খাদ্যমন্ত্রী

Last Updated : Nov 6, 2023, 8:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details