পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Targets Modi On Netaji Birthday: দ্বীপের নামকরণ নিয়ে নাম না করে প্রধানমন্ত্রীকে নিশানা মমতার, তোপ যোজনা কমিশন নিয়েও - মোদিকে আক্রমণ মমতার

নেতাজি সুভাষচন্দ্র বসু (Netaji Birthday) যখন আন্দামানে গিয়েছিলেন, তখনই স্বরাজ দ্বীপ, শহীদ দ্বীপের নামকরণ হয়েছে ৷ দ্বীপের নামকরণ নিয়ে নাম না করে প্রধানমন্ত্রীকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Targets Modi On Netaji Birthday)৷

Mamata Banerjee ETV Bharat
মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Jan 23, 2023, 1:25 PM IST

Updated : Jan 23, 2023, 2:16 PM IST

কলকাতা, 23 জানুয়ারি:নেতাজিকে সম্মান জানানো নিয়ে ফের কেন্দ্র-রাজ্য টানাপোড়েনের ছবি সামনে এল ৷ সুভাষচন্দ্র বসুর 127তম জন্মজয়ন্তী উপলক্ষে আজ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বিভিন্ন দ্বীপের নামকরণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আর রেড রোডের মঞ্চ থেকে এই নিয়েই নাম না করে তাঁকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Targets Modi On Netaji Birthday)৷

মুখ্যমন্ত্রী আজ বলেন, স্বরাজ দ্বীপ, শহীদ দ্বীপের নাম আজকে হয়নি ৷ নেতাজি সুভাষচন্দ্র বসু যখন আন্দামানে গিয়েছিলেন, তখনই এই দ্বীপগুলির নামকরণ হয়েছে ৷ রেড রোডে নেতাজির 127তম জন্ম জয়ন্তীর (Netaji Birthday) অনুষ্ঠানে যোজনা কমিশন তুলে দেওয়া নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ ঝড়ে পড়ল মুখ্যমন্ত্রীর গলায় ৷

নেতাজির 127তম জন্ম জয়ন্তীতে পরাক্রম দিবস পালনের মঞ্চ থেকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের (Andaman and Nicobar Islands) 21টি দ্বীপের নামকরণ করা হয় পরমবীরচক্র পাওয়া দেশের সৈনিকদের নামে ৷ ভার্চুয়ালি ওই অনুষ্ঠান থেকে দ্বীপগুলির নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ নেতাজির রস আইল্যান্ডের নাম দেওয়া হয় নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ । আর হ্যাভলক ও নীল আইল্যান্ডের নাম দেওয়া হয় স্বরাজ আর শহিদ দ্বীপ। এই দুটি নাম নেতাজিরই দেওয়া । কিন্তু স্বাধীনতার পর এই দুটি নামকে কোনও সম্মান দেওয়া হয়নি বলে দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । স্বাধীনতার পর নেতাজিকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি ৷

কেন্দ্রের এই দ্বীপের নামকরণের উদ্যোগকেই এ দিন পরোক্ষে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রেড রোডে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নাম না করলেও তাঁকেই যে মুখ্যমন্ত্রী নিশানা করেছেন তা বুঝতে অসুবিধে হয়নি ৷ মমতা বলেন, "আমরা করেছি স্বরাজ দ্বীপ, শহিদ দ্বীপ, এসব অনেকে বলেছেন ৷ আসলে তা নয় । স্বরাজ দ্বীপ নতুন কিছু নয় ৷ সেই নাম নেতাজিই দিয়েছিলেন ৷ নেতাজি সুভাষচন্দ্র বসু যখন আন্দামানে গিয়েছিলেন, তখনই এই দ্বীপগুলির নামকরণ হয়েছে ৷"

আরও পড়ুন:স্বাধীনতার পর নেতাজিকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, দাবি প্রধানমন্ত্রীর

এ দিন যোজনা কমিশনের প্রসঙ্গ টেনেও কেন্দ্রকে একহাত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "নেতাজি যোজনা কমিশন তৈরি করেছিলেন ৷ কিন্তু ওরা যোজনা কমিশনটাই তুলে দিল ৷ কেন যোজনা কমিশন উঠে গেল ? আজ দুর্ভাগ্যের বিষয় এখন কোনও প্ল্যানিংই নেই ৷ সবটাই আনপ্ল্যানড ৷"

বিভিন্ন ঘটনায় রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানো নিয়ে এ দিন কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর অভিযোগ, বাংলার সঙ্গেই শুধু এমন আচরণ করা হয় ৷ অন্য রাজ্যগুলির সঙ্গে তা করা হয় না ৷ তাঁর কথায়, "আরশোলা কামড়ালেও ওরা কেন্দ্রীয় দল পাঠায় ৷ এই কয়েকদিনে 50টা প্রতিনিধি দল রাজ্যে পাঠিয়েছে ৷ উত্তরপ্রদেশে ক'টা দল গিয়েছে ৷ আইনে বৈষম্য থাকা উচিত নয় ৷"

এ দিন রবীন্দ্রনাথ ঠাকুর ও কবি নজরুল ইসলামের নানা গান ও কবিতার পংক্তির মাধ্যমে বাংলার গৌরবের দিকটি তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "দেশ বড় অসহায় ৷ তবে বিপ্লবের প্রেরণা থেকে গড়ে ওঠা লোক আমরা ৷ তাই বাংলাকে সামলে নিচ্ছি ৷ আমরা নবজাগরণের এলাকার লোক ৷ তাই আমরা পারি ৷" মুখ্যমন্ত্রীর মতে, "নেতাজিই আমাদের পথপ্রদর্শক ৷"

Last Updated : Jan 23, 2023, 2:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details