কলকাতা, 24 মার্চ: বীরভূমের রামপুরহাটের বগটুই গ্রামে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee to Visit Bagtui Today) ৷ আজ, বৃহস্পতিবার দুপুরে বগটুই যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর ৷ নবান্ন সূত্রে খবর, আজ বেলা 11টার দিকে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম থেকে হেলিকপ্টার করে বগটুইয়ের উদ্দেশ্যে রওনা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রামপুরহাট সার্কিট হাউসের হেলিপ্যাড গ্রাউন্ডে নামবে তাঁর কপ্টার । তারপর সেখান থেকে গাড়ি করে তিনি বগটুই গ্রামে যাবেন । গ্রাম ও ঘটনাস্থল পরিদর্শনের পর সার্কিট হাউসেই প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী । বর্তমান পরিস্থিতি ও তদন্তের গতি সম্পর্কে পুলিশের কাছে সবিস্তারে জানতে চাইতে পারেন তিনি । সূত্রের খবর, বগটুই গ্রাম পরিদর্শনের পর রামপুরহাট হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথাও বলতে পারেন তিনি ।
আরও পড়ুন : কেন্দ্রের হস্তক্ষেপের দাবিতে অনড় শুভেন্দু, রামপুরহাটে আজ বিজেপির কেন্দ্রীয় দল
বগটুই হত্যাকাণ্ডের (Rampurhat Bagtui Massacre) ঘটনায় এখন উত্তাল রাজ্য রাজনীতি ৷ এর আঁচ পৌঁছে গিয়েছে দিল্লির অলিন্দেও ৷ খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার গোটা ঘটনার নিন্দা করেছেন ৷ বৃহস্পতিবারই বগটুই গ্রামে যাওয়ার কথা বিজেপির পাঁচ সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধিদলের ৷ এদিন এলাকায় যাওয়ার কথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীরও ৷ বুধবারই এলাকায় যায় বাম ও রাজ্য বিজেপির প্রতিনিধি দল ৷ শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা বগটুই যান ৷ বামেদের তরফে সেখানে গিয়েছেন মহম্মদ সেলিম, বিমান বসুরা ৷ বগটুই এর ঘটনায় এখনও পর্যন্ত 8 জনের মৃত্যু হয়েছে ৷ ঘটনার যে বিবরণ পাওয়া গিয়েছে তা শিউড়ে ওঠার মতো ৷ নারকীয় কায়দায় এই আটজনকে আগুনে পুড়িয়ে মারা হয়েছে বলে অভিযোগ ৷
সোমবার রাতে দুষ্কৃতীদের ছোড়া বোমায় মৃত্যু হয় রামপুরহাট 1 নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ (TMC Leader Killed in Rampurhat) ৷ বগটুই গ্রামে নিজের বাড়ির কাছেই খুন হন তিনি ৷ এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা ৷ অভিযোগ, সোমবার রাতেই বগটুই গ্রামের 10-12টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷ এই ঘটনায় 8 জনের মৃত্যুর কথা জানিয়েছেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য ৷ মৃতদের মধ্যে 7 জন একই পরিবারের সদস্য ৷
অভিযোগ, বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ করে আগুন লাগিয়ে দেওয়া হয় । আর তার জেরেই জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয় 8 জনের ৷ মৃতদের মধ্যে বেশিরভাগই মহিলা ৷ রয়েছে শিশুও ৷ বগটুইয়ের ঘটনা নিয়ে বুধবারই মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী ৷ জানিয়েছেন, এইকাণ্ডে দোষীদের রেয়াত করা হবে না । তাদের শাস্তি হবেই । বাংলাকে অশান্ত করার চক্রান্ত হচ্ছে বলেও অভিযোগ মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷