কলকাতা, 23 সেপ্টেম্বর : রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নীকরণের প্রতিবাদে 18 অক্টোবর কলকাতায় মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তারপর দিল্লিতেও 48 ঘণ্টার ধরনায় বসতে চলেছেন তৃণমূল সাংসদরা ৷ আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের রাষ্ট্রায়ত্ত সংস্থার শ্রমিক সমাবেশে একথা জানান মমতা বন্দ্যোপাধ্যায় ৷
রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নীকরণের প্রতিবাদে 18 অক্টোবর কলকাতায় মিছিল মমতার
রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নীকরণ নিয়ে ফের সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ 18 অক্টোবর কলকাতায় মিছিল করবেন তিনি ৷
BSNL,অর্ডিন্যান্স ফ্যাক্টরি, চিত্তরঞ্জন লোকোমোটিভ সহ 45টি রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নীকরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ বাজেট বক্তৃতায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছিলেন, এর ফলে আর্থিকভাবে লাভবান হবে সরকার ৷ প্রথম থেকেই সরকারের এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ সংসদে চত্বরে গান্ধিমূর্তির পাদদেশে ধরনায় বসেছিলেন দলীয় সাংসদরা ৷ রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির বেসরকারিকরণে আপত্তি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একাধিকবার চিঠিও লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাতেও অবশ্য কাজ হয়নি ৷ বিলগ্নীকরণের সিদ্ধান্তেই অটল থাকে কেন্দ্রীয় সরকার ৷
এরপর আজ তৃণমূল নেত্রী জানান, 18 অক্টোবর কলকাতায় মিছিল হবে ৷ শিয়ালদা থেকে ধর্মতলা হয়ে ফেয়ারলি প্লেস পর্যন্ত যাবে এই মিছিল ৷ দিল্লিতেও কেন্দ্রীয় সরকার বিরোধী আন্দোলন আরও জোরদার করার নির্দেশ দেন তিনি ৷ আলোচনার জন্য সুদীপ বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর থেকে সময় নেওয়ারও নির্দেশ দেন ৷ মমতা বলেন, "13 থেকে 17 অক্টোবরের মধ্যে সময় নিন ৷ দরকারে 18 তারিখের পর দিল্লিতে (আলোচনা) করুন ৷ তখন দিল্লিতে ধরনা হবে ৷ দেখে নেবেন, কোথায় অনুমতি দেয় ৷ " পাশাপাশি, একটি কমিটিও গঠন করে দেন তিনি ৷