পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কাল দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠক মমতার, উঠতে পারে ফিরহাদ-সাধন তরজার প্রসঙ্গ

আমফান পরবর্তী কলকাতার পরিস্থিতি নিয়ে দিন কয়েক আগে কলকাতা পৌরনিগমের ভূমিকাকে কটাক্ষ করেছিলেন সাধন পান্ডে। এনিয়ে ইতিমধ্যেই দলে চাপান-উতোর শুরু হয়েছে । আগামীকালের বৈঠকে এই ইশুতে দলীয় বিধায়কদের সঙ্গে কথা বলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Jun 4, 2020, 4:48 PM IST

কলকাতা, 4 জুন : একদিকে লাফিয়ে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । অন্যদিকে এখনও শুকোয়নি আমফানের ঘা । রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে এখনও সম্পূর্ণ স্বাভাবিক হয়নি সমস্ত পরিষেবা । সামগ্রিক পরিস্থিতির মোকাবিলায় দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । আগামীকাল বিকেলে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক হবে। দলের সমস্ত বিধায়ককে হাজির থাকতে দেওয়া হয়েছে নির্দেশিকা । কোরোনা সংক্রমণ, আমফান বিপর্যয় নিয়ে আলোচনার পাশাপাশি উঠতে পারে ফিরহাদ হাকিম - সাধন পান্ডের প্রসঙ্গ ।

কোরোনা তথ্য গোপন, পরিযায়ী শ্রমিক, রেশন বণ্টন সহ একাধিক ইশুতে আগেই সরব হয়েছে রাজ্যের বিরোধী নেতৃত্ব । রাজ্যের গেরুয়া শিবির স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফাও চেয়েছেন । তার মাঝেই আমফানের জেরে বিধ্বস্ত কলকাতা সহ রাজ্যের একাধিক জেলা । এখানেও নানা ইশুতে সরব হয়েছে বিরোধীরা । তাদের অভিযোগ, কোথাও যথাযথ ত্রাণ বিলি হয়নি । কোথাও ঘূর্ণিঝড়ের এক সপ্তাহ পেরিয়ে গেলেও বিদ্যুৎ-জল সরবরাহ স্বাভাবিক হয়নি । কলকাতা পৌরনিগমের আগাম সতর্কতা অবলম্বন ও পদক্ষেপ নিয়েও নানা প্রশ্ন উঠেছে । এই পরিস্থিতিতে বিপর্যয় মোকাবিলায় আরও সুদৃঢ় রূপরেখা তৈরি হতে পারে কালকের বৈঠকে । কীভাবে বিরোধীদের সমালোচনার মোকাবিলা করা যাবে, সে নিয়েও নিদান দিতে পারেন তৃণমূল সুপ্রিমো । দলের কর্মীদের কাজ-কর্ম খতিয়ে দেখতে পারেন তিনি । পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার পর থেকে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে । এনিয়েও দলের বিধায়কদের সঙ্গে আলোচনা করবেন মমতা ।

আমফান বিপর্যস্ত কলকাতার পরিষেবা সচল নিয়ে সম্প্রতি কলকাতা পৌরনিগমের প্রশাসক ফিরহাদ হাকিমকে কাঠগড়ায় তুলেছিলেন সাধন পান্ডে । তিনি বলেছিলেন, " অনেক আগে আবহাওয়া দপ্তর সতর্ক করেছিল । যথাসময়ে ব্যবস্থা নিলে 7 দিনের মাথাতেও কলকাতার হাল এমন থাকত না ।" তাঁর এই মন্তব্যের পরে ক্ষোভ তৈরি হয় দলের অন্দরেই । দল বিরোধী মন্তব্য করার জন্য শো-কজ় করা হয় তাঁকে । পরেশ পাল থেকে শুরু করে দলের নেতারা সরব হন সাধনের বিরুদ্ধে । পুরো বিষয়টি যে দলনেত্রী ভালোভাবে নেননি তা আগেই স্পষ্ট হয়েছে । আগামীকালের মিটিংয়ে সাধন-ফিরহাদ প্রসঙ্গও উঠতে পারে । দলের নেতাদের কড়া বার্তা দিতে পারেন সুপ্রিমো ।

ABOUT THE AUTHOR

...view details