পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

CM Mamata Banerjee: বাজেট পেশের দিনই তিন জেলা সফরে মুখ্যমন্ত্রী, সুখবর নিয়ে জঙ্গলমহলে মমতা - Mamata Banerjee to visit Howrah tomorrow

বৃহস্পতিবার হাওড়া জেলায় সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠান রয়েছে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee to visit Howrah tomorrow)। হাওড়ার সঙ্গেই রাজ্যের 294টি বিধানসভা এলাকায় এই পরিষেবা প্রদান অনুষ্ঠান হবে বলে জানা গিয়েছে। রাজ্য সরকারের সূত্রে খবর, রাজ্যে একসঙ্গে এতগুলি বিধানসভায় পরিষেবা প্রদানের অনুষ্ঠান এই প্রথম।

CM Mamata Banerjee
বাজেট পেশের দিনই তিন জেলা সফরে মুখ্যমন্ত্রী

By

Published : Feb 8, 2023, 11:08 PM IST

কলকাতা, 8 ফেব্রুয়ারি: বাজেট অধিবেশন সূচনার পরদিনই ফের জেলা সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বৃহস্পতিবার হাওড়া জেলায় সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠান রয়েছে মুখ্যমন্ত্রীর। হাওড়ার সঙ্গেই রাজ্যের 294টি বিধানসভা এলাকায় এই পরিষেবা প্রদান অনুষ্ঠান হবে বলে জানা গিয়েছে। রাজ্য সরকারের সূত্রে খবর, রাজ্যে একসঙ্গে এতগুলি বিধানসভায় পরিষেবা প্রদানের অনুষ্ঠান এই প্রথম। রাজনৈতিক মহল মনে করছে পঞ্চায়েত নির্বাচন যে কোনও দিন ঘোষণা হতে পারে। এই অবস্থায় নির্বাচনের আগে সব জেলাতেই সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠান করে রাজ্য সরকার নিজেদের জন্য সমর্থন সংগ্রহ করতে চাইছে।

যতটুকু খবর তাতে, মুখ্যমন্ত্রীর পরিষেবা প্রদানের অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন বিধানসভায় উপস্থিত থাকবেন কোনও মন্ত্রী কিংবা বিধায়ক। কোথাও আবার পরিষেবা প্রদানের দায়িত্বে থাকবেন জেলা পরিষদের সভাধিপতি অথবা পুরসভার প্রধান। নবান্ন সূত্রে আরও খবর, কেবল আগামিকালের কর্মসূচি নয়, ইতিমধ্যেই পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে পরিদর্শনের কর্মসূচি স্থির করে জেলা সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে বাজেট পেশের দিন অর্থাৎ, 15 ফেব্রুয়ারি দুপুরে রাঁচি হয়ে পুরুলিয়া পৌঁছনোর কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee to leave for districts visit on 15th Feb)। ওইদিন পুরুলিয়া সার্কিট হাউজেই রাত্রি বাস করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:ধনকড় জমানার বিতর্ক সরিয়ে বিধানসভায় রাজ্যপালের আনন্দ-ভাষণ

এরপর 16 ফেব্রুয়ারি বেলা 12টায় পশ্চিম মেদিনীপুর কলেজের মাঠে প্রশাসনিক সভার যোগ দেবেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এরপর সেখান থেকে ফিরে আসবেন পুরুলিয়ায়। দুপুর 2টোয় পুরুলিয়ার শিমুলিয়া ব্যাটারি গ্রাউন্ডেও জনসভা করবেন মুখ্যমন্ত্রী। ওইদিন রাতে পুরুলিয়ার সার্কিট হাউসেই থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। সেখান থেকে আগামী 17 ফেব্রুয়ারি বেলা 11টা নাগাদ হেলিকপ্টারে বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা হবেন মুখ্যমন্ত্রী। ওইদিন বেলা 12টা নাগাদ বাঁকুড়াতেও প্রশাসনিক জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন আদিবাসী অধ্যুষিত তিন জেলায় সফর করবেন সে সময় রাজ্য বিধানসভায় চলবে বাজেট অধিবেশন। এই অধিবেশনেই আদিবাসীদের ধর্মকে রাজ্য সরকারের তরফ থেকে আইনি স্বীকৃতি দেওয়া হবে। মূলত সেই প্রচার মানুষের মধ্যে তুলে ধরতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জঙ্গলমহল সফর বলে মনে করা হচ্ছে ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details