কলকাতা, 26 অগস্ট: চন্দ্রযানের সাফল্যের সঙ্গে যুক্ত বাংলার বিজ্ঞানীদের সংবর্ধনা দিতে চান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, চন্দ্রযানের সাফল্যে ইসরোর প্রধান পিএস সোমনাথকে চিঠি দিয়ে অভিনন্দনও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই অভিযানের সঙ্গে যুক্ত বাঙালিদেরও তিনি বিশেষ সম্মাননা দিতে চান বলে নবান্ন সূত্রে খবর।
ভারত তথা বাংলাকে গর্বিত করা বাংলার এই ভূমিপুত্রদের নিয়ে আলাদা করে ভাবনা রয়েছে তাঁর। এক্ষেত্রে বাংলার 21 জন বিজ্ঞানীকে তিনি আলাদা করে চিঠি লিখেছেন বলে খবর। এই চিঠিতে তাঁদের মেধা ও কর্মশক্তির মাধ্যমে তাঁরা যে গোটা দেশকে গর্বিত করেছেন তার জন্য অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে যতদূর জানা যাচ্ছে, বিষয়টা এই অভিনন্দন পর্যন্তই থেমে থাকছে না। বাংলার মুখ্যমন্ত্রীর ভাবনায় বাংলার এই কৃতি ভূমিপুত্রদের আলাদা করে সম্মাননা দেওয়ার বিষয়টিও রয়েছে। তবে কবে এবং কোথায় বিজ্ঞানীদের এই সম্মাননা জ্ঞাপন করা হবে সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেই খবর। আগামী সময়ে বিষয়টি চূড়ান্ত হলে এই বিষয় নিয়ে আনুষ্ঠানিকভাবে নবান্নের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে বলেও জানা গিয়েছে।